ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

নতুন বছরে ২ হাজার কোটি রুপি আয় করবেন অক্ষয়!

  • আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের একজন তিনি। নতুন বছরে তিনি ২ হাজার কোটি রুপি আয় করবেন বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা।
করোনা মহামারির কারণে অক্ষয় কুমারের বেশ কয়েকটি সিনেমা আটকে গেছে। বেশ কয়েকটি সিনেমা শুটিং শেষে মুক্তির অপেক্ষায়। নতুন বছরে তার আটটি সিনেমা ও একাধিক ওয়েব সিরিজ মুক্তির কথা রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এগুলোর স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব মিলিয়ে আনুমানিক আয় ২ হাজার কোটি রুপি হবে।
এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘২০২২ আমার জন্য অসাধারণ একটি বছর হবে বলে মনে করছি। কিন্তু যদি গত দু’টি বছর থেকে শিক্ষা নিই তাহলে, কোনোকিছুই নিশ্চিত নয়। দেখি শেষ পর্যন্ত কী হয় এবং আগামী বছর এই সময়ে আমরা বক্স অফিস নিয়ে একই আলোচনা করতে পারি কিনা।’
কয়েকদিন আগে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এটি। করোনাকালেও ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি।
এদিকে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘আতরাঙ্গি রে’। এছাড়া ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে তাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নতুন বছরে ২ হাজার কোটি রুপি আয় করবেন অক্ষয়!

আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সবচেয়ে বেশি আয় করা অভিনেতাদের একজন তিনি। নতুন বছরে তিনি ২ হাজার কোটি রুপি আয় করবেন বলে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা।
করোনা মহামারির কারণে অক্ষয় কুমারের বেশ কয়েকটি সিনেমা আটকে গেছে। বেশ কয়েকটি সিনেমা শুটিং শেষে মুক্তির অপেক্ষায়। নতুন বছরে তার আটটি সিনেমা ও একাধিক ওয়েব সিরিজ মুক্তির কথা রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এগুলোর স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব মিলিয়ে আনুমানিক আয় ২ হাজার কোটি রুপি হবে।
এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘২০২২ আমার জন্য অসাধারণ একটি বছর হবে বলে মনে করছি। কিন্তু যদি গত দু’টি বছর থেকে শিক্ষা নিই তাহলে, কোনোকিছুই নিশ্চিত নয়। দেখি শেষ পর্যন্ত কী হয় এবং আগামী বছর এই সময়ে আমরা বক্স অফিস নিয়ে একই আলোচনা করতে পারি কিনা।’
কয়েকদিন আগে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তি পায়। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এটি। করোনাকালেও ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি।
এদিকে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘আতরাঙ্গি রে’। এছাড়া ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে তাকে।