ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

নতুন বছরে গুরুত্ব পাবে খাদ্যনিরাপত্তা ও অর্থনীতি: কিম

  • আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বছরের নীতিনির্ধারণী ভাষণ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, নতুন বছরের ভাষণে যুক্তরাষ্ট্র নিয়ে কোনো কথা বলেননি তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এই নেতা দলের বৈঠকের পর ওই ভাষণ দেন। গত কয়েক বছর এ ভাষণ পর্যবেক্ষণ করা হচ্ছে। কয়েক বছর ধরেই খাদ্য ও উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন তাঁর ভাষণে। করোনা মহামারি শুরুর পর বাকি বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির অর্থনীতির ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে। এ ছাড়া খাদ্য মজুত করতেও দেশটিকে হিমশিম খেতে হচ্ছে।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়েছে, মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের বিষয়টিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গ্রহণ করা হয়েছে। উত্তর কোরিয়ার খাদ্যসংকট নিয়ে এর আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে গত অক্টোবরে বলা হয়েছিল, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে দেশটি।
এ প্রসঙ্গে কিম বলেন, করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। জোরেশোরে পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নাম সরাসরি না নিলেও সামরিক সক্ষমতা নিয়ে কথা বলেন কিম। তিনি বলেন, চলতি বছরও সামরিক সক্ষমতা বাড়াতে কাজ চালিয়ে যাবে পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপ ও আন্তর্জাতিক অঙ্গনে সামরিক অস্থিরতার কারণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন বছরে গুরুত্ব পাবে খাদ্যনিরাপত্তা ও অর্থনীতি: কিম

আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বছরের নীতিনির্ধারণী ভাষণ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, নতুন বছরের ভাষণে যুক্তরাষ্ট্র নিয়ে কোনো কথা বলেননি তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এই নেতা দলের বৈঠকের পর ওই ভাষণ দেন। গত কয়েক বছর এ ভাষণ পর্যবেক্ষণ করা হচ্ছে। কয়েক বছর ধরেই খাদ্য ও উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন তাঁর ভাষণে। করোনা মহামারি শুরুর পর বাকি বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির অর্থনীতির ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে। এ ছাড়া খাদ্য মজুত করতেও দেশটিকে হিমশিম খেতে হচ্ছে।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএর খবরে বলা হয়েছে, মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের বিষয়টিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গ্রহণ করা হয়েছে। উত্তর কোরিয়ার খাদ্যসংকট নিয়ে এর আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে গত অক্টোবরে বলা হয়েছিল, দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে দেশটি।
এ প্রসঙ্গে কিম বলেন, করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হবে, সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। জোরেশোরে পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নাম সরাসরি না নিলেও সামরিক সক্ষমতা নিয়ে কথা বলেন কিম। তিনি বলেন, চলতি বছরও সামরিক সক্ষমতা বাড়াতে কাজ চালিয়ে যাবে পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপ ও আন্তর্জাতিক অঙ্গনে সামরিক অস্থিরতার কারণে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।