ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নতুন বছরের নিয়ে ছড়া-কবিতা

  • আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নতুন বছর মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা। এটি একটি আত্মপর্যালোচনার সময়- যেখানে গত বছরের অভিজ্ঞতাগুলোকে ফিরে দেখা এবং সামনের বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়। আমাদের পাঠকের জন্য আজকের কবিতার পাতাটি সাজানো হলো নতুন বছর নিয়ে-

 

হ্যাপি নিউ ইয়ার
রুমা হামিদ

তারাবাজিই বাজে ছন্দ
বাতাশে বারুদের গন্ধ,
অনল ফুলকি রাঙায় রাত
আহা ! কি আনন্দ।
বিশ্ববাসী বলছে সকল
হ্যাপি নিউ ইয়ার,
শহর বন্ধু খাচ্ছে বিরানি
সাহেবদের মুখে বিয়ার।
আসমানে আজো আছে তারা
কেউ তো দেখে না,
অন্ধকারে ভূতের ভয়, আজ
কেউ তা মানেনা।
দেখছি নতুন সোনার স্বপ্ন
সোনাফলা মাটিই বসে,
মধ্যরাতে খেলুম ফিরনি
স্বাদের খেজুর রসে।
এ আমাদের নববর্ষ
বাংলায় বলার অধিকার,
সাহেব সমস্বরে বলি তবু
হ্যাপি নিউ ইয়ার।

শুভ নববর্ষ
পুষ্পেন রায়

নতুন বছরের ঘটিল আগমন
দীর্ঘ বারোটা মাস পরে
উল্লাসে তাই মেতেছে সবাই
করবে বরণ তারে।
ঘুচাবে তারা অতীত দুঃখ
বিঁধিত আছে যা অন্তরে
নতুনের ছোঁয়ায় মুক্তি মিলিবে
ভুলিবে দুঃখ চিরতরে।
অর্থ কষ্ট করিবে লাঘব
শান্তিতে ভরিবে সংসার
ভিখ মাঙে তাই বিধাতার তরে
পূর্ণ করিবে যা নতুনের বর।
শিশু-কিশোর আর যুবক-যুবতী
সেজেছে সবাই নতুন সাজে
পুরাতন বেশ না করিবে ধারণ
গড়িবে জীবন তারা নতুনের মাঝে।
রাস্তার সেই অনাথ শিশুটিও
কান্না ভুলে তাই হাসে বারেবারে
নতুন বছর বুঝি ঘুচাবে দুঃখ তার
খেতে পাবে দু’বেলা পেটটা ভরে।
পূর্ণ হোক সকলের বাসনা
ধন্য হোক নতুনের আগমন
ভ্রাতৃত্ব বাঁধনে অটুট থেকে
নিষ্কৃতি হোক সকল বিভাজন।

নতুন বছরে
রেদোয়ান মাসুদ

নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার
পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার
মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার
শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার।

আসছে নববর্ষ
রূপালী গোস্বামী

আকাশটাতে নীল ধরেছে,
ধোঁয়া শীতল হাওয়া,
বৃষ্টিরানী সব দিয়েছে আর কিছু নেই চাওয়া,
নববর্ষের সুর বেজেছে, শিশিরে ভেজা ঘাসে,
আকাশ বাতাস ভরিয়ে দিল নববর্ষের আনন্দে।
নতুন বছর আসছে ঘরে আর নেই বেশি দূর,
চারিদিকে ঝলমলিয়ে সোনালী রোদ্দুর।
বাঁকা নদীর ঢেউয়ের ছন্দে যাদের ছবি ভাসে,
নববর্ষে তাদের গলায় ভাটিয়ালি গান ভাসে আকাশে বাতাসে।
ভেসে যাবে পানসি নিয়ে মেঘের মতো না জানি কোন দেশে।
ফুলেরা সব উঠবে হেসে খুশির তালে,তালে,
আসছে নববর্ষ এক হও সকলে।

নতুন
শ্রীজাত

লক্ষ বছর পার করেছি আমি
তোমার হাতেও আদিমকালের শোক…
অতীত জীবন মুহূর্তে আগামী –
এবার কোথাও নতুন কিছু হোক।
সেই তো একই দিনের পরে দিন
পাথরচাপা বয়স বাড়ার ছল…
সেই তো একই সন্ধে উদাসীন
বাড়ি ফেরার গল্প অবিকল।
দেশ ভেঙেছে। ভাগ হয়েছে মন।
মন ভেঙেছে। ছড়িয়ে গেছে তাস…
একলা বসে পড়ব কতক্ষণ
একই গ্রহের একই ইতিহাস?
কেবল জানি, পাল্টাবে না সব।
নতুন কেবল আক্রমণের পথ
উঠবে সেজে ক্ষমতা-উৎসব
হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ!
এরই মধ্যে তোমায় খুঁজি আমি।
এক ঝলকের সম্ভাবনার নাম
অতীত জীবন মুহূর্তে আগামী –
নইলে কি আর চিনতে পারতাম?
আমরা-আমি-তোমরা-তুমি-ওরা
এক চেহারার নানারকম মুখ
পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা।
নিজের কাছে সবাই আগন্তুক।
তাও কি শীতের আগুন জ্বালাব না?
হাত বাড়িয়ে নেব না তার আঁচ?
কান পাতলেই বাতাসে যায় শোনা
‘বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ’!
আজ তাহলে বাঁচারই গান জ্বালি।
আর একটিবার ঝলসে উঠুক চোখ?
তারিখ, সে তো পাল্টে যাবে কালই
সত্যি এবার নতুন কিছু হোক…

ছবি সংগৃহীত

নববর্ষের রোদের রঙ
রুবিনা মজুমদার

বিশ্বের দরবারে স্ব স্ব জাতি , গোত্র
নিজ নিজ সংস্কৃতির সাথে ইংরেজি সালটাকে
বেশী রাখে স্মরণ-,
তাইতো প্রতি বছর ইংরেজি নববর্ষকে
মানবজাতি অনন্দ- উল্লাসে করে নেয় বরণ!!

বিশ্বের দরবারে সুরমা নিবাসে
ইংরেজী ভাষারই বেশী প্রচলন ,
স্কুল , কলেজ , অফিস , আদালতে
ইংরেজী ভাষারই বিচক্ষণ বিচরণ।
সব ভাষা ভাষীর চেয়ে দামী যখন ইংরেজী ভাষা
তাই বিশ্ব দরবার ইংরেজী ভাষাকেই দেয় মর্যাদা!!

স্বপ্নহত জোছনার হলুদ রোদে
বিমর্ষ ক্লান্ত জংধরা মুহুর্ত স্মৃতিময় পুরোনো বছর।
দুয়ার খুলে দাঁড়ায় স্বপ্ন পুড়ে-
নতুন বছরের চেতনার মৌলিক শেকড়!!

মহাকালের কষ্ট ধ্বনির ধুলো রোদে
বেদনার বেনোজলে পুরাতনকে ঝেড়ে মুছে
নতুন প্রেরণায় স্বপ্ন এঁকে নববর্ষের রোদের রঙ্গে
বিমুর্ত উল্লাসে বরণ করে নেয় নতুন একটি বছর।

নতুন
দীদার মাহদী

নতুন বছর নতুন শ্রেণি
নতুন নতুন বই,
নতুন রুমে নতুন ক্লাস
পুলকিত হই।

নতুন শিক্ষক ছাত্র নতুন
নতুন পরিবেশ,
বলতে গেলে সবই নতুন
নতুন শুরু শেষ।

নতুন বোডিং নতুন খাবার
নতুন নতুন মুখ,
কুরআন হাদীস পড়ে পড়ে
যাক কেটে যাক দুখ।

সব কিছুকে নিজের মতো
করতে হবে আজ,
পড়ালেখা পড়াশোনা
হোক আমাদের কাজ।

নতুন বছর এলো
বিলকিস নাহার মিতু

নতুন বছর এলো নিয়ে
সুখ আর খুশির বাণী,
নানা রকম আয়োজনে
হচ্ছে জানাজানি।

নতুন বছর এলো নিয়ে
একতারই মন্ত্র,
অটুট থাকুক বাংলাদেশের
সঠিক গণতন্ত্র।

নতুন বছর এলো নিয়ে
ভালোবাসার পরশ,
ঘৃণা-বিদ্বেষ-দ্বন্দ্ব ছাড়া
কাটুক ভালো বরষ।

নববর্ষের আবাহন
বিপুল চন্দ্র রায়

মুছে যাক আজ পুরোনো সব জরা আর গ্লানি,
নতুনের ওই উদাত্ত আহ্বানে খুলুক রুদ্ধ দ্বারখানি।
বিষণ্ণ এই আকাশ রাঙিয়ে ফুটল নতুন রবি,
আঁধার চিরে আসুক আলো, জাগুক প্রাণের ছবি।

সবুজ ঘাসে শিশির বিন্দু করুক নতুন স্নান,
হৃদয়জুড়ে বেজে উঠুক নতুনের জয়গান।
পঞ্জিকার ওই শেষ পাতাটি ঝরলো অজানায়,
নতুন বছর ছন্দ মেলুক নতুনের মোহনায়।

দুঃখগুলো হারিয়ে যাক বিস্মৃতির ওই তলে,
স্বপ্নগুলো সফল হোক সাহস আর মনোবলে।
কৃষক হাসুক সোনার ধানে, হাসুক শ্রমিক ভাই,
ভেদাভেদ ভুলে যেন একই সুরে গান গাই।

হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে ধরি মানুষের হাত,
শুভ্র হাসিতে শুরু হোক আজ শান্তির সুপ্রভাত।
স্বাগতম হে ২০২৬! অক্ষয় হোক প্রেম-প্রীতি,
সম্প্রীতির এই ধরায় চলুক জয়ের শুভ্র রীতি।

নতুন বছরের শুভেচ্ছা
বিনিয়ামীন পিয়াস

ধুয়ে মুছে যাক যত
ক্লান্তি-গ্লানি-বেদনা,
নতুন বছর আসছে আবার
জানাই শুভকামনা।

নতুন বছর বয়ে আনুক
সফলতা আর সুখ,
বছর শেষে গর্বে যেন
ভরে উঠে বুক।

নতুন বছর রাঙিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ছিল যত ভুল-ত্রুটি
ঝাড়িয়ে ফেলার এই সময়,
নতুন দিনের নতুন স্বপ্ন
করতে হবে জয়।

নতুন বছর কাটবে ভাল
রইলো এই প্রত্যাশা,
সবার প্রাণে ছড়িয়ে যাক
দেশের প্রতি ভালোবাসা।

নতুন বছর
হাসান আল মাহদী

কালের গর্বে হারিয়ে গেল একটি বছর
শুরু হল নতুন এর আগমন,
নতুন বছরে পুরনো গ্লানি মুছে যাক
হোক আশার প্রতিফলন।

অতীত এর ব্যর্থতা নতুন দিনের পাথেয়
নতুন দিনের আশার আলো,
সব বাধা পেরিয়ে সফলতার চূড়ায় উঠে
নববর্ষ হোক সব চেয়ে ভালো।

এই মাটি, এই আকাশ,এই বসুন্ধরা
হোক পুরাতন, সম্মুখ এগিয়ে চলো,
নতুন বছর আনবো মোরা বিজয়
প্রেরণার আওয়াজ তু লো।

নতুন বছর নতুন করে জেগে উঠুক
জয় করার নেশা,
সকলের তরে শুধু রেখে যেতে চাই
আমার ক্ষুদ্র ভালোবাসা।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নতুন বছরের নিয়ে ছড়া-কবিতা

আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

নতুন বছর মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা। এটি একটি আত্মপর্যালোচনার সময়- যেখানে গত বছরের অভিজ্ঞতাগুলোকে ফিরে দেখা এবং সামনের বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়। আমাদের পাঠকের জন্য আজকের কবিতার পাতাটি সাজানো হলো নতুন বছর নিয়ে-

 

হ্যাপি নিউ ইয়ার
রুমা হামিদ

তারাবাজিই বাজে ছন্দ
বাতাশে বারুদের গন্ধ,
অনল ফুলকি রাঙায় রাত
আহা ! কি আনন্দ।
বিশ্ববাসী বলছে সকল
হ্যাপি নিউ ইয়ার,
শহর বন্ধু খাচ্ছে বিরানি
সাহেবদের মুখে বিয়ার।
আসমানে আজো আছে তারা
কেউ তো দেখে না,
অন্ধকারে ভূতের ভয়, আজ
কেউ তা মানেনা।
দেখছি নতুন সোনার স্বপ্ন
সোনাফলা মাটিই বসে,
মধ্যরাতে খেলুম ফিরনি
স্বাদের খেজুর রসে।
এ আমাদের নববর্ষ
বাংলায় বলার অধিকার,
সাহেব সমস্বরে বলি তবু
হ্যাপি নিউ ইয়ার।

শুভ নববর্ষ
পুষ্পেন রায়

নতুন বছরের ঘটিল আগমন
দীর্ঘ বারোটা মাস পরে
উল্লাসে তাই মেতেছে সবাই
করবে বরণ তারে।
ঘুচাবে তারা অতীত দুঃখ
বিঁধিত আছে যা অন্তরে
নতুনের ছোঁয়ায় মুক্তি মিলিবে
ভুলিবে দুঃখ চিরতরে।
অর্থ কষ্ট করিবে লাঘব
শান্তিতে ভরিবে সংসার
ভিখ মাঙে তাই বিধাতার তরে
পূর্ণ করিবে যা নতুনের বর।
শিশু-কিশোর আর যুবক-যুবতী
সেজেছে সবাই নতুন সাজে
পুরাতন বেশ না করিবে ধারণ
গড়িবে জীবন তারা নতুনের মাঝে।
রাস্তার সেই অনাথ শিশুটিও
কান্না ভুলে তাই হাসে বারেবারে
নতুন বছর বুঝি ঘুচাবে দুঃখ তার
খেতে পাবে দু’বেলা পেটটা ভরে।
পূর্ণ হোক সকলের বাসনা
ধন্য হোক নতুনের আগমন
ভ্রাতৃত্ব বাঁধনে অটুট থেকে
নিষ্কৃতি হোক সকল বিভাজন।

নতুন বছরে
রেদোয়ান মাসুদ

নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির জোয়ার
পূর্ণ চাঁদের আলোয় হোক ভালোবাসার সওয়ার
মুছে যাক হৃদয়ে জমে থাকা সকল আধার
শিহরণে উঠুক কেঁপে হৃদয় আবার।

আসছে নববর্ষ
রূপালী গোস্বামী

আকাশটাতে নীল ধরেছে,
ধোঁয়া শীতল হাওয়া,
বৃষ্টিরানী সব দিয়েছে আর কিছু নেই চাওয়া,
নববর্ষের সুর বেজেছে, শিশিরে ভেজা ঘাসে,
আকাশ বাতাস ভরিয়ে দিল নববর্ষের আনন্দে।
নতুন বছর আসছে ঘরে আর নেই বেশি দূর,
চারিদিকে ঝলমলিয়ে সোনালী রোদ্দুর।
বাঁকা নদীর ঢেউয়ের ছন্দে যাদের ছবি ভাসে,
নববর্ষে তাদের গলায় ভাটিয়ালি গান ভাসে আকাশে বাতাসে।
ভেসে যাবে পানসি নিয়ে মেঘের মতো না জানি কোন দেশে।
ফুলেরা সব উঠবে হেসে খুশির তালে,তালে,
আসছে নববর্ষ এক হও সকলে।

নতুন
শ্রীজাত

লক্ষ বছর পার করেছি আমি
তোমার হাতেও আদিমকালের শোক…
অতীত জীবন মুহূর্তে আগামী –
এবার কোথাও নতুন কিছু হোক।
সেই তো একই দিনের পরে দিন
পাথরচাপা বয়স বাড়ার ছল…
সেই তো একই সন্ধে উদাসীন
বাড়ি ফেরার গল্প অবিকল।
দেশ ভেঙেছে। ভাগ হয়েছে মন।
মন ভেঙেছে। ছড়িয়ে গেছে তাস…
একলা বসে পড়ব কতক্ষণ
একই গ্রহের একই ইতিহাস?
কেবল জানি, পাল্টাবে না সব।
নতুন কেবল আক্রমণের পথ
উঠবে সেজে ক্ষমতা-উৎসব
হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ!
এরই মধ্যে তোমায় খুঁজি আমি।
এক ঝলকের সম্ভাবনার নাম
অতীত জীবন মুহূর্তে আগামী –
নইলে কি আর চিনতে পারতাম?
আমরা-আমি-তোমরা-তুমি-ওরা
এক চেহারার নানারকম মুখ
পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা।
নিজের কাছে সবাই আগন্তুক।
তাও কি শীতের আগুন জ্বালাব না?
হাত বাড়িয়ে নেব না তার আঁচ?
কান পাতলেই বাতাসে যায় শোনা
‘বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ’!
আজ তাহলে বাঁচারই গান জ্বালি।
আর একটিবার ঝলসে উঠুক চোখ?
তারিখ, সে তো পাল্টে যাবে কালই
সত্যি এবার নতুন কিছু হোক…

ছবি সংগৃহীত

নববর্ষের রোদের রঙ
রুবিনা মজুমদার

বিশ্বের দরবারে স্ব স্ব জাতি , গোত্র
নিজ নিজ সংস্কৃতির সাথে ইংরেজি সালটাকে
বেশী রাখে স্মরণ-,
তাইতো প্রতি বছর ইংরেজি নববর্ষকে
মানবজাতি অনন্দ- উল্লাসে করে নেয় বরণ!!

বিশ্বের দরবারে সুরমা নিবাসে
ইংরেজী ভাষারই বেশী প্রচলন ,
স্কুল , কলেজ , অফিস , আদালতে
ইংরেজী ভাষারই বিচক্ষণ বিচরণ।
সব ভাষা ভাষীর চেয়ে দামী যখন ইংরেজী ভাষা
তাই বিশ্ব দরবার ইংরেজী ভাষাকেই দেয় মর্যাদা!!

স্বপ্নহত জোছনার হলুদ রোদে
বিমর্ষ ক্লান্ত জংধরা মুহুর্ত স্মৃতিময় পুরোনো বছর।
দুয়ার খুলে দাঁড়ায় স্বপ্ন পুড়ে-
নতুন বছরের চেতনার মৌলিক শেকড়!!

মহাকালের কষ্ট ধ্বনির ধুলো রোদে
বেদনার বেনোজলে পুরাতনকে ঝেড়ে মুছে
নতুন প্রেরণায় স্বপ্ন এঁকে নববর্ষের রোদের রঙ্গে
বিমুর্ত উল্লাসে বরণ করে নেয় নতুন একটি বছর।

নতুন
দীদার মাহদী

নতুন বছর নতুন শ্রেণি
নতুন নতুন বই,
নতুন রুমে নতুন ক্লাস
পুলকিত হই।

নতুন শিক্ষক ছাত্র নতুন
নতুন পরিবেশ,
বলতে গেলে সবই নতুন
নতুন শুরু শেষ।

নতুন বোডিং নতুন খাবার
নতুন নতুন মুখ,
কুরআন হাদীস পড়ে পড়ে
যাক কেটে যাক দুখ।

সব কিছুকে নিজের মতো
করতে হবে আজ,
পড়ালেখা পড়াশোনা
হোক আমাদের কাজ।

নতুন বছর এলো
বিলকিস নাহার মিতু

নতুন বছর এলো নিয়ে
সুখ আর খুশির বাণী,
নানা রকম আয়োজনে
হচ্ছে জানাজানি।

নতুন বছর এলো নিয়ে
একতারই মন্ত্র,
অটুট থাকুক বাংলাদেশের
সঠিক গণতন্ত্র।

নতুন বছর এলো নিয়ে
ভালোবাসার পরশ,
ঘৃণা-বিদ্বেষ-দ্বন্দ্ব ছাড়া
কাটুক ভালো বরষ।

নববর্ষের আবাহন
বিপুল চন্দ্র রায়

মুছে যাক আজ পুরোনো সব জরা আর গ্লানি,
নতুনের ওই উদাত্ত আহ্বানে খুলুক রুদ্ধ দ্বারখানি।
বিষণ্ণ এই আকাশ রাঙিয়ে ফুটল নতুন রবি,
আঁধার চিরে আসুক আলো, জাগুক প্রাণের ছবি।

সবুজ ঘাসে শিশির বিন্দু করুক নতুন স্নান,
হৃদয়জুড়ে বেজে উঠুক নতুনের জয়গান।
পঞ্জিকার ওই শেষ পাতাটি ঝরলো অজানায়,
নতুন বছর ছন্দ মেলুক নতুনের মোহনায়।

দুঃখগুলো হারিয়ে যাক বিস্মৃতির ওই তলে,
স্বপ্নগুলো সফল হোক সাহস আর মনোবলে।
কৃষক হাসুক সোনার ধানে, হাসুক শ্রমিক ভাই,
ভেদাভেদ ভুলে যেন একই সুরে গান গাই।

হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে ধরি মানুষের হাত,
শুভ্র হাসিতে শুরু হোক আজ শান্তির সুপ্রভাত।
স্বাগতম হে ২০২৬! অক্ষয় হোক প্রেম-প্রীতি,
সম্প্রীতির এই ধরায় চলুক জয়ের শুভ্র রীতি।

নতুন বছরের শুভেচ্ছা
বিনিয়ামীন পিয়াস

ধুয়ে মুছে যাক যত
ক্লান্তি-গ্লানি-বেদনা,
নতুন বছর আসছে আবার
জানাই শুভকামনা।

নতুন বছর বয়ে আনুক
সফলতা আর সুখ,
বছর শেষে গর্বে যেন
ভরে উঠে বুক।

নতুন বছর রাঙিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ছিল যত ভুল-ত্রুটি
ঝাড়িয়ে ফেলার এই সময়,
নতুন দিনের নতুন স্বপ্ন
করতে হবে জয়।

নতুন বছর কাটবে ভাল
রইলো এই প্রত্যাশা,
সবার প্রাণে ছড়িয়ে যাক
দেশের প্রতি ভালোবাসা।

নতুন বছর
হাসান আল মাহদী

কালের গর্বে হারিয়ে গেল একটি বছর
শুরু হল নতুন এর আগমন,
নতুন বছরে পুরনো গ্লানি মুছে যাক
হোক আশার প্রতিফলন।

অতীত এর ব্যর্থতা নতুন দিনের পাথেয়
নতুন দিনের আশার আলো,
সব বাধা পেরিয়ে সফলতার চূড়ায় উঠে
নববর্ষ হোক সব চেয়ে ভালো।

এই মাটি, এই আকাশ,এই বসুন্ধরা
হোক পুরাতন, সম্মুখ এগিয়ে চলো,
নতুন বছর আনবো মোরা বিজয়
প্রেরণার আওয়াজ তু লো।

নতুন বছর নতুন করে জেগে উঠুক
জয় করার নেশা,
সকলের তরে শুধু রেখে যেতে চাই
আমার ক্ষুদ্র ভালোবাসা।

আজকের প্রত্যাশা/কেএমএএ