ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নতুন বইয়ের গন্ধে বছর শুরু শিক্ষার্থীদের

  • আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।
গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘বই বিতরণ উৎসব ২০২৩’ এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। একই দিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের হাতে; নতুন বই নিয়ে নতুন ক্লাসে ওঠার আনন্দে উচ্ছ্বসিত শিশুরা। বই বিতরণ উৎসবের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এ বছর ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। “ইতোমধ্যে সমস্ত স্কুলে নতুন বই পৌঁছে গেছে। প্রেসের কারণে হয়ত দুয়েক সেট কম থাকতে পারে।” এবারের ‘বই সংকটের’ কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে কাগজ সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে সঠিক সময়ে পূর্ণাঙ্গ বই প্রেসগুলো দিতে পারে নাই। প্রায় ৮০ ভাগ বই আমাদের দিয়েছে। আমরা এ মাসের মধ্যে সারা বাংলাদেশে শতভাগ বই দিতে পারব।”
শিশুদের ‘স্মার্ট নাগরিক’ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে বিন্যামূল্যে এ বই বিতরণ করা হচ্ছে। প্রধামমন্ত্রী ঘোষণা করেছেন আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। সেই স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই প্রাথমিকের শিক্ষার্থীরা। “আমি আশা করব, আমাদের শিক্ষক ও অভিভাবকরা সুন্দর মনে শিশুদের সঠিক পড়ালেখার মাধ্যমে গড়ে তুলেবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সেই প্রাথমিক শিক্ষাকে আমাদের আরও উন্নত করতে হবে, মানসম্মত করতে হবে। আমরা আমাদের সন্তানদের ওইভাবে মানুষ করে দেশের জন্য কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে উঠে আসা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের স্বপ্না রানী, সাথী বিশ্বাস, সাজেদা খাতুনসহ পাঁচ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের শুভযাত্রা বাংলাদেশের

নতুন বইয়ের গন্ধে বছর শুরু শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক ঃ উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।
গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘বই বিতরণ উৎসব ২০২৩’ এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। একই দিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের হাতে; নতুন বই নিয়ে নতুন ক্লাসে ওঠার আনন্দে উচ্ছ্বসিত শিশুরা। বই বিতরণ উৎসবের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এ বছর ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। “ইতোমধ্যে সমস্ত স্কুলে নতুন বই পৌঁছে গেছে। প্রেসের কারণে হয়ত দুয়েক সেট কম থাকতে পারে।” এবারের ‘বই সংকটের’ কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে কাগজ সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে সঠিক সময়ে পূর্ণাঙ্গ বই প্রেসগুলো দিতে পারে নাই। প্রায় ৮০ ভাগ বই আমাদের দিয়েছে। আমরা এ মাসের মধ্যে সারা বাংলাদেশে শতভাগ বই দিতে পারব।”
শিশুদের ‘স্মার্ট নাগরিক’ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে বিন্যামূল্যে এ বই বিতরণ করা হচ্ছে। প্রধামমন্ত্রী ঘোষণা করেছেন আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। সেই স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই প্রাথমিকের শিক্ষার্থীরা। “আমি আশা করব, আমাদের শিক্ষক ও অভিভাবকরা সুন্দর মনে শিশুদের সঠিক পড়ালেখার মাধ্যমে গড়ে তুলেবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সেই প্রাথমিক শিক্ষাকে আমাদের আরও উন্নত করতে হবে, মানসম্মত করতে হবে। আমরা আমাদের সন্তানদের ওইভাবে মানুষ করে দেশের জন্য কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে উঠে আসা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের স্বপ্না রানী, সাথী বিশ্বাস, সাজেদা খাতুনসহ পাঁচ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।