ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নতুন ফটোশুটে কটাক্ষের শিকার অ্যামি জ্যাকসন

  • আপডেট সময় : ০১:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণ ভারতীয় সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে। জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দারুন সব ছবি পোস্ট করে নিয়মিত রূপের প্রশংসার কুড়ালেও, তার এবারের নতুন লুকটি পছন্দ হয়নি নেটিজেনদের। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, স¤প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন অ্যামি জ্যাকসন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি। এসব ছবিতে অ্যামিকে যেন চেনাই দায়। ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ পেতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনরা অ্যামির এই নতুন লুক নিয়ে রীতিমতো মজায় মেতেছেন। ভক্তদের অনেকেই অ্যামির এই নতুন লুকের সঙ্গে মিল পেয়েছেন ‘পিকি বøাইন্ডার্স’ খ্যাত হলিউড অভিনেতা কিলিয়ান মার্ফির। অ্যামিকে হুবহু মার্ফির মতো দেখতে লাগছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
কেউ কেউ মজা করে লিখেছেন, ‘অ্যামি জ্যাকসনের প্রোফাইলে কিলিয়ান মার্ফি কোথা থেকে এলেন!’ আবার মজার ছলে কারও বক্তব্য, ‘লাল পোশাকে টমাস শেলবিকে বেশ ভালোই দেখতে লাগছে’। প্রসঙ্গত, আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির অন্যতম আলোচিত সিরিজ ‘পিকি বøাইন্ডার্স’এ কিলিয়ানের নাম ছিল টমাস শেলবি। সেই চরিত্রের প্রসঙ্গ তুলেই অ্যামিকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। চলতি বছরের মে মাসে এই অভিনেত্রীর তামিলা সিনেমা ‘আছছম এনবাথু ইল্লাইয়ে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তি স্থগিত করা হয়, নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। অ্যামি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নতুন ফটোশুটে কটাক্ষের শিকার অ্যামি জ্যাকসন

আপডেট সময় : ০১:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাধারণত দক্ষিণ ভারতীয় সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউডেও দেখা গেছে তাকে। জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দারুন সব ছবি পোস্ট করে নিয়মিত রূপের প্রশংসার কুড়ালেও, তার এবারের নতুন লুকটি পছন্দ হয়নি নেটিজেনদের। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, স¤প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন অ্যামি জ্যাকসন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনদের হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি। এসব ছবিতে অ্যামিকে যেন চেনাই দায়। ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ পেতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনরা অ্যামির এই নতুন লুক নিয়ে রীতিমতো মজায় মেতেছেন। ভক্তদের অনেকেই অ্যামির এই নতুন লুকের সঙ্গে মিল পেয়েছেন ‘পিকি বøাইন্ডার্স’ খ্যাত হলিউড অভিনেতা কিলিয়ান মার্ফির। অ্যামিকে হুবহু মার্ফির মতো দেখতে লাগছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
কেউ কেউ মজা করে লিখেছেন, ‘অ্যামি জ্যাকসনের প্রোফাইলে কিলিয়ান মার্ফি কোথা থেকে এলেন!’ আবার মজার ছলে কারও বক্তব্য, ‘লাল পোশাকে টমাস শেলবিকে বেশ ভালোই দেখতে লাগছে’। প্রসঙ্গত, আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির অন্যতম আলোচিত সিরিজ ‘পিকি বøাইন্ডার্স’এ কিলিয়ানের নাম ছিল টমাস শেলবি। সেই চরিত্রের প্রসঙ্গ তুলেই অ্যামিকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। চলতি বছরের মে মাসে এই অভিনেত্রীর তামিলা সিনেমা ‘আছছম এনবাথু ইল্লাইয়ে’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তি স্থগিত করা হয়, নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি। অ্যামি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।