ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

নতুন প্রেমে মজেছেন সালমান

  • আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউড ‘ভাইজান’ সালমান খানের প্রেমের ইতিহাস বেশ লম্বা। বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম। এবার সালমানের প্রেমিকার তালিকায় ঢুকে পড়ল দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের নাম! সালমানের থেকে প্রায় ২৪ বছরের ছোট দক্ষিণী অভিনেত্রী পূজা। এই পূজার সঙ্গে আগামী দুটি ছবিও সই করেছেন সালমান খান। আর এই ছবির সুবাদেই সালমানের সঙ্গে পূজার আলাপ ও বন্ধুত্ব। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পূজার সঙ্গে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সালমান খান। জানা গেছে, সালমানের ফার্ম হাউজেও নাকি দেখা গেছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সালমান খান বেশ সময়ও কাটাচ্ছেন।
তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা। অন্যদিকে, সালমান খান তো এই বিষয়ে কোনও কথা বলবেনই না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সালমানের এই প্রেমের খবর ঝড় তুলেছে। দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খান খানের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতেও সালমানের বিপরীতে দেখা যাবে পূজাকে। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেছেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসলাম কায়েমের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন মুহাম্মদ (সা.)

নতুন প্রেমে মজেছেন সালমান

আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড ‘ভাইজান’ সালমান খানের প্রেমের ইতিহাস বেশ লম্বা। বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম। এবার সালমানের প্রেমিকার তালিকায় ঢুকে পড়ল দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের নাম! সালমানের থেকে প্রায় ২৪ বছরের ছোট দক্ষিণী অভিনেত্রী পূজা। এই পূজার সঙ্গে আগামী দুটি ছবিও সই করেছেন সালমান খান। আর এই ছবির সুবাদেই সালমানের সঙ্গে পূজার আলাপ ও বন্ধুত্ব। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পূজার সঙ্গে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সালমান খান। জানা গেছে, সালমানের ফার্ম হাউজেও নাকি দেখা গেছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সালমান খান বেশ সময়ও কাটাচ্ছেন।
তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা। অন্যদিকে, সালমান খান তো এই বিষয়ে কোনও কথা বলবেনই না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সালমানের এই প্রেমের খবর ঝড় তুলেছে। দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খান খানের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতেও সালমানের বিপরীতে দেখা যাবে পূজাকে। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেছেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।