ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নতুন প্রজন্মের গেইমের জন্য ব্রাউজারে নতুন প্রযুক্তি গুগলের

  • আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ‘ওয়েবজিপিউ’ নামে এক এপিআই চালুর ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এর মাধ্যমে ওয়েব অ্যাপগুলো ব্যবহারকারীর গ্রাফিক্স কার্ডের আরও বেশি সক্ষমতা ব্যবহার করতে পারবে।
ক্রোম ব্রাউজারের ‘১১৩’ নামের সংস্করণে ডিফল্ট হিসেবে চালু হবে নতুন এই প্রযুক্তি, যা আসবে তিন সপ্তাহের মধ্যেই। আর ‘ডাইরেক্ট ৩ডি ১২’ সমর্থিত উইন্ডোজ পিসি, ম্যাকওএস ও ‘ভালকান’ সমর্থিত ক্রোমওএস ডিভাইসে ওয়েবজিপিইউয়ের সুবিধা মিলবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ব্লগ পোস্টের তথ্য বলছে, ওয়েবজিপিইউ গেইম নির্মাতারা একই ধরনের গ্রাফিক্স সুবিধা অনেক কম কোড লিখেই পেতে পারবেন। আর এটি ‘মেশিন লার্নিং মডেল ইনফারেন্সে তিনগুণেরও বেশি সুবিধা দেয়। তবে, উন্নত মেশিন লার্নিং কার্যকারিতার বিষয়টি চমকপ্রদ ছিল ২০২১ সালে, যখন ফিচারটি পরীক্ষার ভিত্তিতে ক্রোম ব্রাউজারে যুক্ত করা হয়। তবে আমরা এখন জেনারেটিভ এআই ও বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলের যুগে প্রবেশ করায় এটি আশীর্বাদের চেয়ে বেশি কিছু হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং চ্যাটবট সাধারণত ব্যবহারকারীর পিসি হার্ডওয়্যার তেমন একটা ব্যবহার করে না। ফলে, এর জন্য এমন বেশ কিছু চমৎকার মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ রয়েছে।
গুগল বলছে, এই মাসে ঘোষণা করা উন্নয়নগুলো ‘ভবিষ্যৎ আপডেট ও উন্নতির জন্য সহায়ক’ হিসেবে কাজ করবে। পাশাপাশি, ভবিষ্যতে ‘তুলনামূলক উন্নত গ্রাফিক্স ফিচার’ ও বিভিন্ন গভীর কোরে তুলনামূলক বেশি প্রবেশাধিকারের’ প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি। আর ব্যবহারকারী কীভাবে ওয়েবজিপিইউ চালিত বিভিন্ন কনটেন্ট তৈরি করেন, ওই বিষয়টির উন্নতির কথাও বলেছে এই প্রযুক্তি জায়ান্ট। এই এপিআই নিয়ে বেশ কিছু সময় ধরেই কাজ চলেছে। এর নকশা করা হয় ২০১৭ সালে। এর পর থেকেই এর উন্নতি নিয়ে কাজ চলছে। আর এটি কেবল ক্রোমের জন্য নির্ধারিত মানদ- নয়। গুগল বলছে, লিনাক্স ও অ্যান্ড্রয়েডের মতো অন্যান্য অ্যাপ্লিকেশনেও তারা এটি বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন প্রজন্মের গেইমের জন্য ব্রাউজারে নতুন প্রযুক্তি গুগলের

আপডেট সময় : ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

প্রযুক্তি ডেস্ক : ‘ওয়েবজিপিউ’ নামে এক এপিআই চালুর ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এর মাধ্যমে ওয়েব অ্যাপগুলো ব্যবহারকারীর গ্রাফিক্স কার্ডের আরও বেশি সক্ষমতা ব্যবহার করতে পারবে।
ক্রোম ব্রাউজারের ‘১১৩’ নামের সংস্করণে ডিফল্ট হিসেবে চালু হবে নতুন এই প্রযুক্তি, যা আসবে তিন সপ্তাহের মধ্যেই। আর ‘ডাইরেক্ট ৩ডি ১২’ সমর্থিত উইন্ডোজ পিসি, ম্যাকওএস ও ‘ভালকান’ সমর্থিত ক্রোমওএস ডিভাইসে ওয়েবজিপিইউয়ের সুবিধা মিলবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ব্লগ পোস্টের তথ্য বলছে, ওয়েবজিপিইউ গেইম নির্মাতারা একই ধরনের গ্রাফিক্স সুবিধা অনেক কম কোড লিখেই পেতে পারবেন। আর এটি ‘মেশিন লার্নিং মডেল ইনফারেন্সে তিনগুণেরও বেশি সুবিধা দেয়। তবে, উন্নত মেশিন লার্নিং কার্যকারিতার বিষয়টি চমকপ্রদ ছিল ২০২১ সালে, যখন ফিচারটি পরীক্ষার ভিত্তিতে ক্রোম ব্রাউজারে যুক্ত করা হয়। তবে আমরা এখন জেনারেটিভ এআই ও বিশাল ল্যাঙ্গুয়েজ মডেলের যুগে প্রবেশ করায় এটি আশীর্বাদের চেয়ে বেশি কিছু হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং চ্যাটবট সাধারণত ব্যবহারকারীর পিসি হার্ডওয়্যার তেমন একটা ব্যবহার করে না। ফলে, এর জন্য এমন বেশ কিছু চমৎকার মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ রয়েছে।
গুগল বলছে, এই মাসে ঘোষণা করা উন্নয়নগুলো ‘ভবিষ্যৎ আপডেট ও উন্নতির জন্য সহায়ক’ হিসেবে কাজ করবে। পাশাপাশি, ভবিষ্যতে ‘তুলনামূলক উন্নত গ্রাফিক্স ফিচার’ ও বিভিন্ন গভীর কোরে তুলনামূলক বেশি প্রবেশাধিকারের’ প্রতিশ্রুতিও দিয়েছে কোম্পানিটি। আর ব্যবহারকারী কীভাবে ওয়েবজিপিইউ চালিত বিভিন্ন কনটেন্ট তৈরি করেন, ওই বিষয়টির উন্নতির কথাও বলেছে এই প্রযুক্তি জায়ান্ট। এই এপিআই নিয়ে বেশ কিছু সময় ধরেই কাজ চলেছে। এর নকশা করা হয় ২০১৭ সালে। এর পর থেকেই এর উন্নতি নিয়ে কাজ চলছে। আর এটি কেবল ক্রোমের জন্য নির্ধারিত মানদ- নয়। গুগল বলছে, লিনাক্স ও অ্যান্ড্রয়েডের মতো অন্যান্য অ্যাপ্লিকেশনেও তারা এটি বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে।