ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নতুন পরিচয়ে প্রীতম

  • আপডেট সময় : ১২:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ তার ক্যারিয়ারে খুব অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। ‘বালিকা’ শিরোনামের একটি গান তার ক্যারিয়ারে অনন্য মাত্র যোগ করেছিল। প্রীতমের বেশ কয়েকটি অ্যালবাম সংগীতপ্রেমীদের নজর কেড়েছিল। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। এবার শিল্পী প্রীতম আহমেদ নতুন পরিচয়ে হাজির হয়েছেন। তিনি স¤প্রতি লন্ডনের একটি কলেজে প্রভাষক হিসেবে কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে প্রীতম আহমেদ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, এই মাসেই আমি লন্ডনের একটি কলেজে ক্রিয়েটিভ মিডিয়া ডিপার্টমেন্টে প্রভাষক (কোর্স লিডার) হিসেবে নিযুক্ত হয়েছি। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। শুধু প্রভাষক হিসেবে কাজ করা নয়, প্রীতম আহমেদ আরও একটি সুখর দিলেন। তিনি কিছুদিন আগে সংগীতের উপরে উচ্চতর গবেষণা শুরু করেছেন। এ বিষয়ে প্রীতম পৃথক একটি ফেসবুক পোস্টে জানান, অবশেষে সংগীত বিষয়ে পিএইডি’র প্রাথমিক ধাপ শুরু। যদিও মাঝবয়সে এসে ডক্টরেট করতে চাওয়া আমার দৃষ্টিতে খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। এটা শেষ করা উচিত ৩০-এর মধ্যে। তবেই পৃথিবীকে নতুন কিছু দেওয়ার সময় পাওয়া যায়। ধন্যবাদ ‘সিটি ইউনিভার্সিটি অব লন্ড’ আমার আবেদনটি শর্তহীন গ্রহণ করার জন্য। প্রীতম আহমেদ সংগীত পরিবেশনের পাশাপাশি গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা হিসেবে প্রশংসিত হয়েছেন। তিনি নিউইয়র্ক গীটার একাডেমি থেকে স্প্যানিশ ফ্লেমিঙ্গো গিটারে পড়ালেখা করছেন। প্রীতমের ‘বালিকা’, ‘ভালোবাসার মিছিলে এসো’, ‘ভোট ফর ঠোঁট’, ‘তুই কি আমার বন্ধু হবি’, ‘ভাইয়া’, ‘সংসার’, ‘দহন’, ‘শজারু’, ‘রেড রোজ’, ‘মানুষ’, ‘নাস্তিক’, ‘বিশ্বজিৎ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। প্রীতম আহমেদ লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। অমর একুশে বই মেলায় তার ‘জন্মদাগ’ শিরোনামে একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নতুন পরিচয়ে প্রীতম

আপডেট সময় : ১২:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ তার ক্যারিয়ারে খুব অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। ‘বালিকা’ শিরোনামের একটি গান তার ক্যারিয়ারে অনন্য মাত্র যোগ করেছিল। প্রীতমের বেশ কয়েকটি অ্যালবাম সংগীতপ্রেমীদের নজর কেড়েছিল। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। এবার শিল্পী প্রীতম আহমেদ নতুন পরিচয়ে হাজির হয়েছেন। তিনি স¤প্রতি লন্ডনের একটি কলেজে প্রভাষক হিসেবে কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে প্রীতম আহমেদ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, এই মাসেই আমি লন্ডনের একটি কলেজে ক্রিয়েটিভ মিডিয়া ডিপার্টমেন্টে প্রভাষক (কোর্স লিডার) হিসেবে নিযুক্ত হয়েছি। যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। শুধু প্রভাষক হিসেবে কাজ করা নয়, প্রীতম আহমেদ আরও একটি সুখর দিলেন। তিনি কিছুদিন আগে সংগীতের উপরে উচ্চতর গবেষণা শুরু করেছেন। এ বিষয়ে প্রীতম পৃথক একটি ফেসবুক পোস্টে জানান, অবশেষে সংগীত বিষয়ে পিএইডি’র প্রাথমিক ধাপ শুরু। যদিও মাঝবয়সে এসে ডক্টরেট করতে চাওয়া আমার দৃষ্টিতে খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। এটা শেষ করা উচিত ৩০-এর মধ্যে। তবেই পৃথিবীকে নতুন কিছু দেওয়ার সময় পাওয়া যায়। ধন্যবাদ ‘সিটি ইউনিভার্সিটি অব লন্ড’ আমার আবেদনটি শর্তহীন গ্রহণ করার জন্য। প্রীতম আহমেদ সংগীত পরিবেশনের পাশাপাশি গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা হিসেবে প্রশংসিত হয়েছেন। তিনি নিউইয়র্ক গীটার একাডেমি থেকে স্প্যানিশ ফ্লেমিঙ্গো গিটারে পড়ালেখা করছেন। প্রীতমের ‘বালিকা’, ‘ভালোবাসার মিছিলে এসো’, ‘ভোট ফর ঠোঁট’, ‘তুই কি আমার বন্ধু হবি’, ‘ভাইয়া’, ‘সংসার’, ‘দহন’, ‘শজারু’, ‘রেড রোজ’, ‘মানুষ’, ‘নাস্তিক’, ‘বিশ্বজিৎ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। প্রীতম আহমেদ লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন। অমর একুশে বই মেলায় তার ‘জন্মদাগ’ শিরোনামে একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।