ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

নতুন ধাপে ইউক্রেন যুদ্ধ, ব্রিটিশ গোয়েন্দাদের সতর্কতা

  • আপডেট সময় : ০১:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : টানা ৬ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের। যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করছে জানিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ গোয়েন্দারা। শনিবার (৬ আগস্ট) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে এসেছে, ইউক্রেনীয় বাহিনী এখন দক্ষিণাঞ্চলের সেতু, গোলাবারুদের গুদাম এবং রেল সংযোগকে টার্গেটে পরিণত করছে। রুশ বাহিনীর কাছ কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন পুনরুদ্ধারে এসব নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ইউক্রেন। রেলপথ ও সেতুর মাধ্যমে রুশ অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে খেরসন। আর রুশ বাহিনী ওই পথে ক্রিমিয়া থেকে গোলাবারুদ ও সেনা আনা নেওয়া করে থাকে খেরসনে। রাশিয়াকে পরাস্ত করতে এসব সংযোগ সড়ক ধ্বংস করে দিচ্ছে ইউেক্রন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে করেই হোক খেরসনকে পুনরুদ্ধার করা হবে। এই পরিস্থিতিকে চলমান যুদ্ধ ‘নতুন ধাপে’ প্রবেশ করতে চলছে বলে বিশ্বাস করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ২৪ ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনের ভূখ-ে সামরিক অভিযান শুরু করেছে রুশ যোদ্ধারা। এই অভিযানকে পুরোপুরি অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন ধাপে ইউক্রেন যুদ্ধ, ব্রিটিশ গোয়েন্দাদের সতর্কতা

আপডেট সময় : ০১:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : টানা ৬ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের। যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করছে জানিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ গোয়েন্দারা। শনিবার (৬ আগস্ট) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে এসেছে, ইউক্রেনীয় বাহিনী এখন দক্ষিণাঞ্চলের সেতু, গোলাবারুদের গুদাম এবং রেল সংযোগকে টার্গেটে পরিণত করছে। রুশ বাহিনীর কাছ কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন পুনরুদ্ধারে এসব নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ইউক্রেন। রেলপথ ও সেতুর মাধ্যমে রুশ অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে খেরসন। আর রুশ বাহিনী ওই পথে ক্রিমিয়া থেকে গোলাবারুদ ও সেনা আনা নেওয়া করে থাকে খেরসনে। রাশিয়াকে পরাস্ত করতে এসব সংযোগ সড়ক ধ্বংস করে দিচ্ছে ইউেক্রন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে করেই হোক খেরসনকে পুনরুদ্ধার করা হবে। এই পরিস্থিতিকে চলমান যুদ্ধ ‘নতুন ধাপে’ প্রবেশ করতে চলছে বলে বিশ্বাস করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ২৪ ফেব্রুয়ারিতে পুতিনের নির্দেশে ইউক্রেনের ভূখ-ে সামরিক অভিযান শুরু করেছে রুশ যোদ্ধারা। এই অভিযানকে পুরোপুরি অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।