ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নতুন দুই নায়কের বিপরীতে বুবলী

  • আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : দুই নায়ককে নিয়ে সৈকত নাসিরের আরো একটি ছবিতে দেখা যাবে বুবলীকে। ছবির নাম ‘তালাশ’। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এ অভিনেত্রী। এ ছবিতে বুবলীর সহ-অভিনেতা হিসেবে আছেন এ কে আজাদ আদর ও আসিফ আহসান খান । সব কিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশ টিমের। এমনটাই জানালেন বুবলী।
তিনি বলেন, ‘লকডাউনে ফিল্মপাড়া অনেকটাই স্থবির। এরই মাঝে সম্প্রতি সৈকত ভাইয়ের এ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। মজার কথা হলো ছবিটির প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি অনলাইন প্ল্যাটফর্মেই সেরে নিচ্ছি। শিগগিরই শুটিং শুরু হবে ছবিটির।’ এদিকে পরিচালক সৈকত নাসির বলেন, ‘বুবলীর কথা নতুন করে কিছু বলার নেই। আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সঙ্গে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে র‌্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেন বুবলী। ছবিতে তার বিপরীতে ছিলেন নিরব। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দুই নায়কের বিপরীতে বুবলী

আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : দুই নায়ককে নিয়ে সৈকত নাসিরের আরো একটি ছবিতে দেখা যাবে বুবলীকে। ছবির নাম ‘তালাশ’। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এ অভিনেত্রী। এ ছবিতে বুবলীর সহ-অভিনেতা হিসেবে আছেন এ কে আজাদ আদর ও আসিফ আহসান খান । সব কিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশ টিমের। এমনটাই জানালেন বুবলী।
তিনি বলেন, ‘লকডাউনে ফিল্মপাড়া অনেকটাই স্থবির। এরই মাঝে সম্প্রতি সৈকত ভাইয়ের এ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। মজার কথা হলো ছবিটির প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি অনলাইন প্ল্যাটফর্মেই সেরে নিচ্ছি। শিগগিরই শুটিং শুরু হবে ছবিটির।’ এদিকে পরিচালক সৈকত নাসির বলেন, ‘বুবলীর কথা নতুন করে কিছু বলার নেই। আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সঙ্গে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে র‌্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেন বুবলী। ছবিতে তার বিপরীতে ছিলেন নিরব। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।