ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

নতুন দায়িত্ব পেলেন ইউনিস

  • আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শক্তিমত্তা বাড়ানোয় মনোযোগ দিচ্ছে প্রতিযোগী দেশগুলো। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটের মেগা এই টুর্নামেন্ট শুরু হবে। এর আগে আয়োজক পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইউনিস খানকে পরামর্শক (মেন্টর) হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

এর আগেও তিনি রশিদ-নবিদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বরাতে আজ (বুধবার) ইউনিসের নিয়োগের বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকবাজ।

এসিবির মুখপাত্র নাসিম সাদাত জানিয়েছেন, ‘এসিবি পাকিস্তানের সাবেক অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানে টুর্নামেন্ট শুরুর আগে তিনি আফগান দলের সঙ্গে যোগ দেবেন।’

পেশাদার ক্রিকেটকে বিদায় বলার পর বিভিন্ন পর্যায়ে কোচিংয়ে জড়িয়েছেন ইউনিস খান। স্বল্প মেয়াদে তিনি নিজে দীর্ঘদিন খেলা পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন। এ ছাড়া পিএসএলে পেশাওয়াল জালমির দায়িত্ব এবং সর্বশেষ আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন তিনি।
এর আগে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইউনিস পাকিস্তানের জার্সিতে খেলেছেন ১৭ বছরেরও বেশি সময়। ১১৮টি টেস্টে ইউনিস ১০ হাজার ৯৯ রানের মালিক। এ ছাড়া ২৬৫ ওয়ানডেতে ৭২৪৯ এবং ২৫ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৪৪২ রান করেছেন। ইউনিস আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও দখল করেছিলেন একাধিকবার। এমনকি ডানহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। সাবেক এই পাক তারকা ২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপরই শুরু করেন কোচিং ক্যারিয়ার।

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে। আবারও রশিদদের সঙ্গে তিনি যুক্ত হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ দলের এই টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন ইউনিস

আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শক্তিমত্তা বাড়ানোয় মনোযোগ দিচ্ছে প্রতিযোগী দেশগুলো। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটের মেগা এই টুর্নামেন্ট শুরু হবে। এর আগে আয়োজক পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইউনিস খানকে পরামর্শক (মেন্টর) হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

এর আগেও তিনি রশিদ-নবিদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বরাতে আজ (বুধবার) ইউনিসের নিয়োগের বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকবাজ।

এসিবির মুখপাত্র নাসিম সাদাত জানিয়েছেন, ‘এসিবি পাকিস্তানের সাবেক অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানে টুর্নামেন্ট শুরুর আগে তিনি আফগান দলের সঙ্গে যোগ দেবেন।’

পেশাদার ক্রিকেটকে বিদায় বলার পর বিভিন্ন পর্যায়ে কোচিংয়ে জড়িয়েছেন ইউনিস খান। স্বল্প মেয়াদে তিনি নিজে দীর্ঘদিন খেলা পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন। এ ছাড়া পিএসএলে পেশাওয়াল জালমির দায়িত্ব এবং সর্বশেষ আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন তিনি।
এর আগে ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইউনিস পাকিস্তানের জার্সিতে খেলেছেন ১৭ বছরেরও বেশি সময়। ১১৮টি টেস্টে ইউনিস ১০ হাজার ৯৯ রানের মালিক। এ ছাড়া ২৬৫ ওয়ানডেতে ৭২৪৯ এবং ২৫ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৪৪২ রান করেছেন। ইউনিস আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও দখল করেছিলেন একাধিকবার। এমনকি ডানহাতি এই ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। সাবেক এই পাক তারকা ২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপরই শুরু করেন কোচিং ক্যারিয়ার।

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে। আবারও রশিদদের সঙ্গে তিনি যুক্ত হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ দলের এই টুর্নামেন্ট চলবে ৯ মার্চ পর্যন্ত। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে।