ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নতুন দল গড়বেন অমরিন্দর সিং

  • আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন দল গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী বছর রাজ্যের নির্বাচন সামনে রেখে এই ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান অনেক নেতাই তার সঙ্গে রয়েছেন। দল গঠন হয়ে গেলেই এসব নেতার নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।
অমরিন্দর সিং জানিয়েছেন তার গঠন করা নতুন দল রাজ্যের ১১৭টি আসনের সবকটিতেই আগামী নির্বাচনে প্রার্থী দেবেন। দলের নাম এবং প্রতীক বরাদ্দ পেতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। কমিশনের অনুমোদন পাওয়া গেলেই দল গঠনের ঘোষণা দেওয়া হবে।
সাবেক কংগ্রেস নেতা অমরিন্দর সিং বিজেপির সঙ্গে জোট গঠন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন তার নতুন দল ইস্যু ভিত্তিক সমর্থন দেবে। তিনি বলেন, ‘কখনোই বলিনি আমি বিজেপির সঙ্গে জোট করছি। যা বলেছি তা হলো আমি, আমার দল আসন ভাগাভাগি করবে।’ আকালি দল, আম আদমি পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে সংযুক্ত মোর্চা গঠনের চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গত সাড়ে চার বছরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অর্জন তুলে ধরেন অমরিন্দর সিং। তিনি দাবি করেন, ২০১৭ সালের নির্বাচনি প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ৯২ শতাংশই পূরণ করেছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন দল গড়বেন অমরিন্দর সিং

আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন দল গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী বছর রাজ্যের নির্বাচন সামনে রেখে এই ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান অনেক নেতাই তার সঙ্গে রয়েছেন। দল গঠন হয়ে গেলেই এসব নেতার নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।
অমরিন্দর সিং জানিয়েছেন তার গঠন করা নতুন দল রাজ্যের ১১৭টি আসনের সবকটিতেই আগামী নির্বাচনে প্রার্থী দেবেন। দলের নাম এবং প্রতীক বরাদ্দ পেতে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। কমিশনের অনুমোদন পাওয়া গেলেই দল গঠনের ঘোষণা দেওয়া হবে।
সাবেক কংগ্রেস নেতা অমরিন্দর সিং বিজেপির সঙ্গে জোট গঠন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন তার নতুন দল ইস্যু ভিত্তিক সমর্থন দেবে। তিনি বলেন, ‘কখনোই বলিনি আমি বিজেপির সঙ্গে জোট করছি। যা বলেছি তা হলো আমি, আমার দল আসন ভাগাভাগি করবে।’ আকালি দল, আম আদমি পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে সংযুক্ত মোর্চা গঠনের চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গত সাড়ে চার বছরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অর্জন তুলে ধরেন অমরিন্দর সিং। তিনি দাবি করেন, ২০১৭ সালের নির্বাচনি প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ৯২ শতাংশই পূরণ করেছেন তিনি।