ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নতুন ডিভাইসেই সরাসরি গুগলে লগইন হবে

  • আপডেট সময় : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের দীর্ঘ দিনের একটি চাহিদা পূরণ করেছে গুগল। এখন থেকে গুগল অ্যাকাউন্ট চালু করতে দুই ধাপে যাচাই প্রক্রিয়া ব্যবহার করা যাবে। অর্থাৎ নতুন ফোনে লগইন করতে গেলে অথেনটিকেটরের সেই নিজস্ব ধাপ অনুযায়ী না গেলেও হবে। তার মানে ব্যবহারকারীর ডিভাইস যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তিনি নতুন ডিভাইসে লগইন করে তার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। ক্লাউড সিঙ্ক্রোনাইজেশনটাও তুলনামূলক এর কাছাকাছি করা হয়েছে।
গুগলের মুখপাত্র ক্রিস্টিআন ব্রান্ড বলেন, ‘বছর ধরে আমরা ব্যবহারকারীদের কাছে থেকে বড় যে ফিডব্যাক পাচ্ছিলাম তা হলো— হারানো ডিভাইসে গুগলের অথেনটিকেটর ইনস্টল থাকা নিয়ে। যেহেতু অথেনটিকেটরের ওয়ান টাইম কোডগুলো ওই একটা ডিভাইসেই স্টোর করা থাকে, তাই সেই ডিভাইসটি হারিয়ে গেলে, তার জন্য অন্য পরিষেবা— যেগুলোতে দুই ধাপে যাচাইকরণ চালু আছে, সেগুলো চালু করা একরকম অসম্ভব হয়ে পরে।’ নতুন আপডেটে সেই সমস্যাটির সমাধান করা হয়েছে বলে জানান ব্র্যন্ড। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, দুই ধাপে যাচাইয়ের ক্লাউড সিঙ্ক্রোনাইজেশন চালু করতে হলে ব্যবহারকারীকে অ্যান্ড্রয়েড বা আইওএসে অথেনটিকেটর অ্যাপকে নতুন সংস্করণের আপডেট করে নিতে হবে। গুগলের সাপোর্ট পেজে এই সম্পর্কে আরও বি¯Íারিত বলা আছে। যদিও এসএমএস কোডের চেয়ে অথেনটিকেটর অ্যাপ বা এরকম অ্যাপ তুলনামূলক নিরাপদ বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন ডিভাইসেই সরাসরি গুগলে লগইন হবে

আপডেট সময় : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের দীর্ঘ দিনের একটি চাহিদা পূরণ করেছে গুগল। এখন থেকে গুগল অ্যাকাউন্ট চালু করতে দুই ধাপে যাচাই প্রক্রিয়া ব্যবহার করা যাবে। অর্থাৎ নতুন ফোনে লগইন করতে গেলে অথেনটিকেটরের সেই নিজস্ব ধাপ অনুযায়ী না গেলেও হবে। তার মানে ব্যবহারকারীর ডিভাইস যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তিনি নতুন ডিভাইসে লগইন করে তার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। ক্লাউড সিঙ্ক্রোনাইজেশনটাও তুলনামূলক এর কাছাকাছি করা হয়েছে।
গুগলের মুখপাত্র ক্রিস্টিআন ব্রান্ড বলেন, ‘বছর ধরে আমরা ব্যবহারকারীদের কাছে থেকে বড় যে ফিডব্যাক পাচ্ছিলাম তা হলো— হারানো ডিভাইসে গুগলের অথেনটিকেটর ইনস্টল থাকা নিয়ে। যেহেতু অথেনটিকেটরের ওয়ান টাইম কোডগুলো ওই একটা ডিভাইসেই স্টোর করা থাকে, তাই সেই ডিভাইসটি হারিয়ে গেলে, তার জন্য অন্য পরিষেবা— যেগুলোতে দুই ধাপে যাচাইকরণ চালু আছে, সেগুলো চালু করা একরকম অসম্ভব হয়ে পরে।’ নতুন আপডেটে সেই সমস্যাটির সমাধান করা হয়েছে বলে জানান ব্র্যন্ড। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, দুই ধাপে যাচাইয়ের ক্লাউড সিঙ্ক্রোনাইজেশন চালু করতে হলে ব্যবহারকারীকে অ্যান্ড্রয়েড বা আইওএসে অথেনটিকেটর অ্যাপকে নতুন সংস্করণের আপডেট করে নিতে হবে। গুগলের সাপোর্ট পেজে এই সম্পর্কে আরও বি¯Íারিত বলা আছে। যদিও এসএমএস কোডের চেয়ে অথেনটিকেটর অ্যাপ বা এরকম অ্যাপ তুলনামূলক নিরাপদ বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।