বিনোদন ডেস্ক: ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’। ২০১৫ সালে ‘বাহুবলী : দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালে ‘বাহুবলী : দ্য কনক্লুশন’ মুক্তি পায়।
দীর্ঘ সময় পর এবার আসছে ফ্র্যাঞ্চাইজির নতুন সৃষ্টি ‘বাহুবলী : দ্য এপিক’। সম্পূর্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই কিস্তির সঙ্গে রয়েছে গল্পের যোগসূত্র। তবে অবাক করা বিষয়টি হলো- অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য যেখানে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে ‘বাহুবলী থ্রি’র হবে ৫ ঘণ্টা ২৭ মিনিটের। এস এস রাজামৌলি পরিচালিত ছবিতে যথারীতি হাজির হবেন প্রভাস।
উল্লেখ্য, প্রথম অংশ ‘বাহুবলী’ বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকা আয় করেছিল, আর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী টু’ তো ইতিহাসই গড়ে ফেলেছিল ১৭৮৮ কোটির ব্যবসা করে। ফলে তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।
ওআ/আপ্র/২৮/০৮/২০২৫