ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নতুন ক্ষুদেদের নিয়ে আসছে হামি-টু

  • আপডেট সময় : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : আবারও ক্ষুদে দুষ্টুদের নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন পরিচালক জুটি শিবপ্রসাদ রায় এবং নন্দিতা রায়। চার বছর আগে ‘হামি’ সিনেমা নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিনেমার নির্মাতারা আগেও বলেছিলেন, শিশুদের নিয়ে তাদের কাজ থামবে না। এবার তারা জানালেন হামি-২ পর্দায় আসছে চলতি বছরের ১৬ ডিসেম্বর। আনন্দবাজার পত্রিকা লিখেছে, হামির লাল্টু-মিতালি চরিত্রে ফিরছে নতুন একটি পরিবার, সেই পরিবারে ভুটুবাবুর বদলে এবারে দেখা যাবে চিনু ভেঁপু আর রুকসানাকে। এই তিন চরিত্রে অভিনয় করেছে শিশু ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী। শনিবার বিশ্বকর্মা পূজার দিনে শিবপ্রসাদ জানান, লাল্টু ও মিতালির চরিত্র এবারেও তিনি এবং গার্গী রায় চৌধুরীই অভিনয় করবেন। তবে এবারে গল্প সাজানো হয়েছে ভিন্ন মোড়কে। পরিচালক নন্দিতা রায়ের ভাষ্য, “আমরা সব সময় নতুন প্রতিভা উপহার দেওয়ার চেষ্টা করেছি। এ ক্ষেত্রেও দর্শক নিরাশ হবেন না।” অভিনেত্রী গার্গী জানান, চরিত্র মিতালির সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। তাই টানা বিরতিতেও তাদের আলাদা যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নতুন ক্ষুদেদের নিয়ে আসছে হামি-টু

আপডেট সময় : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : আবারও ক্ষুদে দুষ্টুদের নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন পরিচালক জুটি শিবপ্রসাদ রায় এবং নন্দিতা রায়। চার বছর আগে ‘হামি’ সিনেমা নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিনেমার নির্মাতারা আগেও বলেছিলেন, শিশুদের নিয়ে তাদের কাজ থামবে না। এবার তারা জানালেন হামি-২ পর্দায় আসছে চলতি বছরের ১৬ ডিসেম্বর। আনন্দবাজার পত্রিকা লিখেছে, হামির লাল্টু-মিতালি চরিত্রে ফিরছে নতুন একটি পরিবার, সেই পরিবারে ভুটুবাবুর বদলে এবারে দেখা যাবে চিনু ভেঁপু আর রুকসানাকে। এই তিন চরিত্রে অভিনয় করেছে শিশু ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী। শনিবার বিশ্বকর্মা পূজার দিনে শিবপ্রসাদ জানান, লাল্টু ও মিতালির চরিত্র এবারেও তিনি এবং গার্গী রায় চৌধুরীই অভিনয় করবেন। তবে এবারে গল্প সাজানো হয়েছে ভিন্ন মোড়কে। পরিচালক নন্দিতা রায়ের ভাষ্য, “আমরা সব সময় নতুন প্রতিভা উপহার দেওয়ার চেষ্টা করেছি। এ ক্ষেত্রেও দর্শক নিরাশ হবেন না।” অভিনেত্রী গার্গী জানান, চরিত্র মিতালির সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। তাই টানা বিরতিতেও তাদের আলাদা যায়নি।