ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

নতুন এমডি আসছেন সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকে

  • আপডেট সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিচ্ছে সরকার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাচ্ছেন আফজাল করিম, যিনি হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি মো. আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রূপালী ব্যাংকের নতুন এমডি হচ্ছেন একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি দায়িত্ব বুঝে নেবেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের কাছ থেকে।
আর অগ্রণী ব্যাংকের এমডি পদে মোহাম্মদ শামস-উল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর।
আর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়ে রোববার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচলকের দায়িত্বের পাশাপাশি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও তারা দায়িত্ব পালন করবেন।
৬৫ বছর পূর্ণ হওয়ায় আসছে ২৩ অগাস্ট অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ শামস-উল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে।
২০১৬ সালে প্রথম মেয়াদে তিন বছরের জন্য তাকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে তাকে ওই পদে রাখা হয়।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত ওই দায়িত্ব পালন করতে পারেন। শামস-উল ইসলাম বলেন, “আমি সুন্দরভাবে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছিৃ ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছি অনেক দূর। অগ্রণী ব্যাংক এখন অনেক কমফোর্টেবল জোনে আছে। আমিও রিটায়ারমেন্ট লাইফটা সম্মানজনকভাবে কাটাতে চাই।” সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান এবং রূপালী ব্যাংকের উবায়েদ উল্লাহ আল মাসুদের তিন বছরের মেয়াদও চলতি মাসে শেষ হচ্ছে। অবশ্য তাদের বয়স ৬৫ পূর্ণ হতে আরও দুই বছর বাকি রয়েছে।
সোনালীতে আসার আগে আতাউর রহমান প্রধান ছিলেন রূপালীর এমডি। আর রূপালী ব্যাংকের এমডি পদে আসার আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকে একই পদে ছিলেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অর্থমন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা জানিয়ে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, ‘‘এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।’’ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নাম ঠিক করে ব্যাংকগুলোকে চিঠি দেয়। ব্যাংক তখন পর্ষদে তুলে প্রয়োজনীয় কাগজ-পত্র ঠিক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকে পাঠায় অনুমোদনের জন্য। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক তাতে চূড়ান্ত অনুমোদন দেয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন এমডি আসছেন সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকে

আপডেট সময় : ০২:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিচ্ছে সরকার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাচ্ছেন আফজাল করিম, যিনি হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি মো. আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রূপালী ব্যাংকের নতুন এমডি হচ্ছেন একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি দায়িত্ব বুঝে নেবেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের কাছ থেকে।
আর অগ্রণী ব্যাংকের এমডি পদে মোহাম্মদ শামস-উল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর।
আর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়ে রোববার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচলকের দায়িত্বের পাশাপাশি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও তারা দায়িত্ব পালন করবেন।
৬৫ বছর পূর্ণ হওয়ায় আসছে ২৩ অগাস্ট অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ শামস-উল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে।
২০১৬ সালে প্রথম মেয়াদে তিন বছরের জন্য তাকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে তাকে ওই পদে রাখা হয়।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত ওই দায়িত্ব পালন করতে পারেন। শামস-উল ইসলাম বলেন, “আমি সুন্দরভাবে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছিৃ ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছি অনেক দূর। অগ্রণী ব্যাংক এখন অনেক কমফোর্টেবল জোনে আছে। আমিও রিটায়ারমেন্ট লাইফটা সম্মানজনকভাবে কাটাতে চাই।” সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান এবং রূপালী ব্যাংকের উবায়েদ উল্লাহ আল মাসুদের তিন বছরের মেয়াদও চলতি মাসে শেষ হচ্ছে। অবশ্য তাদের বয়স ৬৫ পূর্ণ হতে আরও দুই বছর বাকি রয়েছে।
সোনালীতে আসার আগে আতাউর রহমান প্রধান ছিলেন রূপালীর এমডি। আর রূপালী ব্যাংকের এমডি পদে আসার আগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ সোনালী ব্যাংকে একই পদে ছিলেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অর্থমন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথা জানিয়ে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, ‘‘এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।’’ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নাম ঠিক করে ব্যাংকগুলোকে চিঠি দেয়। ব্যাংক তখন পর্ষদে তুলে প্রয়োজনীয় কাগজ-পত্র ঠিক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকে পাঠায় অনুমোদনের জন্য। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক তাতে চূড়ান্ত অনুমোদন দেয়।