নিজস্ব প্রতিবেদক : এডিবি এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিল ফর এমপ্লমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) ঞৎধহপযব-ওওও প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট ২৩টি তফসিলি ব্যাংকের ২৯টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে চলছে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম।
দেশব্যাপী চলমান উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংক আয়োজিত ঊহঃবৎঢ়ৎবহবঁৎংযরঢ় উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধস ্ ঙঢ়বহ খড়ধহ উরংনঁৎংসবহঃ ঈবৎবসড়হু এ ‘‘উদ্যোগ সফলতায় শনিবার ১০০ ঘন্টা’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন এবং নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ একেএন আহমেদ অডিটোরিয়াম, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (মিরপুর-২) এ অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ঝঊওচ প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মো. এখলাছুর রহমান এবং সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী এবং হেড অব এসএমইগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং হেড অব এসএমই মো. এনামূল কবির এতে উপস্থিত ছিলেন। এ সময় গভর্নর মহোদয় কর্তৃক ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস (ঝঊওচ) প্রকল্পের অধীনে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৫ জন নবীন উদ্যোক্তার মাঝে তাৎক্ষণিক ঋণ বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় বর্তমানে মোট ২৫ জন নবীন উদ্যোক্তাকে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনষ্টিটিউট, সিলেট এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।