ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন জেনিফার লোপেজ

  • আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভক্তদের দ্বিধা ও কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরলেন পপ তারকা জেনিফার লোপেজ। তবে ফিরলেন দুর্দান্ত এক ঘোষণার সঙ্গে। দীর্ঘদিন পর নিজের অ্যালবাম মুক্তির ঘোষণা দিলেন লোপেজ। ‘দিস ইজ মি’ নিয়ে আসছেন এই জনপ্রিয় গায়িকা। বিশ্বখ্যাত পপ তারকা শুক্রবার (২৫ নভেম্বর) প্রকাশ করেছেন যে তিনি নতুন অ্যালবাম ‘দিস ইজ মি’ নিয়ে আসছেন। ২০২৩ সালে প্রকাশ করবেন অ্যালবামটি। এই অ্যালবামটি তাঁর জীবনের শেষ ২০ বছরের প্রধান মুহুর্তগুলোকে ফুটিয়ে তুলবে। তাঁর জনপ্রিয় অ্যালবাম ‘দিস ইজ মি’-এর ২০তম বার্ষিকীর মিল রেখে ২৫ নভেম্বর এই ঘোষণা দিলেন গায়িকা। ২০০২ সালের ২৫ নভেম্বর জেনিফারের ‘দিস ইজ মি’ অ্যালবামটি মুক্তি পেয়েছিল। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোপেজের সব অ্যাকাউন্ট অন্ধকারে ঢেকে যায়। ইনস্টাগ্রাম, টুইটারসহ সব অ্যাকাউন্টে কালো ছবি প্রোফাইলে দিয়ে রাখা হয়েছিল। এমনকি ইনস্টাগ্রামে আগের সব পোস্ট মুছে ফেলা হয়েছিল তারকার। তখনই ভক্তরা অনুমান করে নেন যে বড় কোনো ঘোষণা দিতে যাচ্ছেন তারকা। অবশেষে সেই ধারণাই সত্যি হলও। বড় ঘোষণা নিয়েই ফিরলেন লোপেজ। ভক্তদের জন্য নিয়ে এলেন বহুল প্রত্যাশিত লোপেজের নতুন অ্যালবাম।
শুক্রবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসে একটি ভিডিও শেয়ার করেছেন জেনিফার। ভিডিওতে দেখা যায়, তাঁর ২০০২ সালের অ্যালবামের কাভারটি ধীরে ধীরে ২০২২ সালের নতুন অ্যালবামটির কাভারে রূপান্তরিত হয়ে যায়। আগের জেনিফার থেকে বর্তমানের জেনিফারে বদলে যায় কাভারটি। ভিডিওটি শেয়ার করে নিজের আসন্ন অ্যালবামের ১৩টি গানের সূচিও প্রকাশ করেছেন গায়িকা। অ্যালবামটির বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেনিফার লোপেজের জন্য সংগীতের একটি নতুন যুগের সূচনা ‘দিস ইজ মি’। তিনি গত দুই দশক ধরে যে মানসিক, আধ্যাত্মিক এবং জীবনমুখী যাত্রা করেছেন, তা এই অ্যালবামের গানগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। ভক্তদের জন্য নতুন এক উপহার লোপেজের।’ ২০১৪ সালের পর অবশেষে আরেকটি অ্যালবাম মুক্তি দিচ্ছেন জেনিফার। গায়িকার সর্বশেষ অ্যালবাম ছিল ‘একেএ’। মাঝে আর কোনো একক অ্যালবাম মুক্তি পায়নি গায়িকার। নিজের লেখা ও প্রযোজনায় এটি তাঁর দ্বিতীয় অ্যালবাম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন জেনিফার লোপেজ

আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ভক্তদের দ্বিধা ও কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরলেন পপ তারকা জেনিফার লোপেজ। তবে ফিরলেন দুর্দান্ত এক ঘোষণার সঙ্গে। দীর্ঘদিন পর নিজের অ্যালবাম মুক্তির ঘোষণা দিলেন লোপেজ। ‘দিস ইজ মি’ নিয়ে আসছেন এই জনপ্রিয় গায়িকা। বিশ্বখ্যাত পপ তারকা শুক্রবার (২৫ নভেম্বর) প্রকাশ করেছেন যে তিনি নতুন অ্যালবাম ‘দিস ইজ মি’ নিয়ে আসছেন। ২০২৩ সালে প্রকাশ করবেন অ্যালবামটি। এই অ্যালবামটি তাঁর জীবনের শেষ ২০ বছরের প্রধান মুহুর্তগুলোকে ফুটিয়ে তুলবে। তাঁর জনপ্রিয় অ্যালবাম ‘দিস ইজ মি’-এর ২০তম বার্ষিকীর মিল রেখে ২৫ নভেম্বর এই ঘোষণা দিলেন গায়িকা। ২০০২ সালের ২৫ নভেম্বর জেনিফারের ‘দিস ইজ মি’ অ্যালবামটি মুক্তি পেয়েছিল। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোপেজের সব অ্যাকাউন্ট অন্ধকারে ঢেকে যায়। ইনস্টাগ্রাম, টুইটারসহ সব অ্যাকাউন্টে কালো ছবি প্রোফাইলে দিয়ে রাখা হয়েছিল। এমনকি ইনস্টাগ্রামে আগের সব পোস্ট মুছে ফেলা হয়েছিল তারকার। তখনই ভক্তরা অনুমান করে নেন যে বড় কোনো ঘোষণা দিতে যাচ্ছেন তারকা। অবশেষে সেই ধারণাই সত্যি হলও। বড় ঘোষণা নিয়েই ফিরলেন লোপেজ। ভক্তদের জন্য নিয়ে এলেন বহুল প্রত্যাশিত লোপেজের নতুন অ্যালবাম।
শুক্রবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসে একটি ভিডিও শেয়ার করেছেন জেনিফার। ভিডিওতে দেখা যায়, তাঁর ২০০২ সালের অ্যালবামের কাভারটি ধীরে ধীরে ২০২২ সালের নতুন অ্যালবামটির কাভারে রূপান্তরিত হয়ে যায়। আগের জেনিফার থেকে বর্তমানের জেনিফারে বদলে যায় কাভারটি। ভিডিওটি শেয়ার করে নিজের আসন্ন অ্যালবামের ১৩টি গানের সূচিও প্রকাশ করেছেন গায়িকা। অ্যালবামটির বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেনিফার লোপেজের জন্য সংগীতের একটি নতুন যুগের সূচনা ‘দিস ইজ মি’। তিনি গত দুই দশক ধরে যে মানসিক, আধ্যাত্মিক এবং জীবনমুখী যাত্রা করেছেন, তা এই অ্যালবামের গানগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। ভক্তদের জন্য নতুন এক উপহার লোপেজের।’ ২০১৪ সালের পর অবশেষে আরেকটি অ্যালবাম মুক্তি দিচ্ছেন জেনিফার। গায়িকার সর্বশেষ অ্যালবাম ছিল ‘একেএ’। মাঝে আর কোনো একক অ্যালবাম মুক্তি পায়নি গায়িকার। নিজের লেখা ও প্রযোজনায় এটি তাঁর দ্বিতীয় অ্যালবাম।