বিদেশের খবর ডেস্ক : প্যারিসের বিখ্যাত নতর-দাম ক্যাথেড্রাল ধ্বংসাত্মক এক অগ্নিকাণ্ডে ছারখার হওয়ার সাড়ে পাঁচ বছর পর ফের এর দ্বারগুলো উন্মুক্ত করতে চলছে। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুনভাবে হাজির হয়েছে গথিক এই মাস্টারপিসটি। এ অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর আমন্ত্রণে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের ১৫ এপ্রিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৬০ বছরের পুরনো মধ্যযুগীয় ক্যাথেড্রালটির চূড়া ও ছাদ ধ্বংস হয়ে কয়েক মিনিটের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ে। খ্রিস্টীয় একাদশ শতকে শুরু হয়েছিল নতর-দাম ক্যাথেড্রালের নির্মাণ কাজ, শেষ করতে লেগেছিল একশ বছর। এত দীর্ঘ সময় নিয়ে তৈরি এই ক্যাথেড্রাল ২০১৯ সালে আগুনে কয়েক ঘণ্টাতেই পুড়ে ছারখার হয়। বিশ্বজুড়ে মানুষ টেলিভিশনে সরাসরি দেখেছিল, কীভাবে আগুন নতর-দামের ছাদ গ্রাস করছিল। শেষে ক্যাথেড্রালের চূড়া ধসে পড়ে। ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি হচ্ছে এই ক্যাথেড্রাল। ফ্রান্স ও প্যারিসের প্রতীক হিসেবে বিবেচিত এই ক্যাথেড্রালটিকে নিখুঁতভাবে পুনর্নিমাণ করা হয়েছে। অতি সতর্কভাবে করা এই কাজের মাধ্যমে ক্যাথেড্রালটির অতীত গৌরব ফিরিয়ে আনা হয়েছে। এর শ্বেত পাথর ও সোনার কারুকাজ আগের চেয়ে বেশি উজ্জ্বল হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। ট্রাম্প এখনও আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেননি তবে এরই মধ্যে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংকট মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। এক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম বিদেশ সফর। তার এই সফর প্রেসিডেন্ট মাক্রোঁকে ইউরোপ এবং মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগ করে দিতে পারে। সফরের ফাঁকে দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তবে তাদের আলোচনার কোনো এজেন্ডা ঘোষণা করা হয়নি। ট্রাম্প পুননির্বাচিত হওয়ায় ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন। কারণ ইউক্রেইন যুদ্ধের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ট্রাম্প কিইভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহার করে নিতে পারেন। মাক্রোঁ নেটো সামরিক জোট এবং ইউক্রেইন যুদ্ধে কিইভের দৃঢ় সমর্থক। অন্যদিকে ট্রাম্প মনে করেন, ইউরোপীয় দেশগুলিকে তাদের প্রতিরক্ষা খাতের জন্য আরও অর্থ ব্যয় করতে হবে এবং ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ট্রাম্পের পাশাপাশি নতর-দামের অনুষ্ঠানে থাকছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধান। এদিকে, ক্যাথলিক ধর্মাবলম্বী ও পর্যটকদের জন্য শনিবার থেকে খুলছে এই ক্যাথেড্রালের দ্বার। অগ্নিকাণ্ডের পর প্রায় সাড়ে পাঁচ বছরে ক্যাথেড্রালটির স্থাপত্যকীর্তি উদ্ধার করাসহ এটি মেরামত করে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। এই ক্যাথেড্রাল এখন আগের তুলনায় আরও উজ্জ্বল ও আলো ঝলমলে। এর ঝলক দর্শনার্থীদের মুগ্ধ করবে বলেই মনে করা হচ্ছে। এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সস্ত্রীক ক্যাথেড্রাল পরিদর্শন করেছেন। ক্যাথেড্রালটি নতুন করে গড়তে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। মাক্রোঁ বলেন, “আপনারা আপনাদের জীবনের পাঁচটি বছর দিয়ে এই জায়গার চেহারা বদলে দিয়েছেন। আমি খুবই কৃতজ্ঞ। ফ্রান্স অত্যন্ত কৃতজ্ঞ। পাঁচ বছরে আপনারা নতর-দামকে ফিরিয়ে এনেছেন। আপনাদেরকে ধন্যবাদ।” নতর-দাম সংস্কারে ব্যয় হয়েছে ৮৪ কোটিরও বেশি ইউরো। মেরামতিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। পুরোনো কাঠামো বদলে দেওয়া হয়েছে নতুন কাঠামো দিয়ে।