বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোট পর্দায় প্রচার হতে যাচ্ছে টেলিফিল্ম ‘রাক্ষুসী’। নজরুলের ছোট গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন রুশো রকিব। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন অভিনেত্রী শর্মীমালা, শাহাদাত ও নাজিরা মৌ প্রমুখ। শনিবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে ‘রাক্ষুসী’ প্রচার হবে। এছাড়াও এদিন সকাল ৭ টায় চ্যানেলটির বিশেষ অনুষ্ঠানমালা ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। রাত সাড়ে ১০টায় ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে থাকবেন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।