বিনোদন প্রতিবেদক: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবে রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণআন্দোলনের স্মৃতি। রয়েছে সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি উৎসব ঘিরে হস্তশিল্প ও পোশাকসহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন যুব সংগঠন। তিন দিনের এই আয়োজন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে উৎসবের সমাপনীতে তারুণ্যের জন্য রয়েছে বড় চমক!
কারণ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণ্যের উৎসব রাঙিয়ে দিতে মঞ্চে থাকবেন নগরবাউল জেমস ও আর্টসেল! এটিকে বলা হচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মেগা কনসার্ট। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবে প্রথমে মঞ্চে আসার কথা জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর। শেষে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।