ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

‘নকশীকাঁথা’র দেড় দশক

  • আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : লোকগানের ব্যান্ড ‘নকশীকাঁথা’ প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ হচ্ছে ২৫ জানুয়ারি। শুরু থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছে এ ব্যান্ড। এর মধ্য দিয়ে তারা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ব্যান্ডটির গায়ক সাজেদ ফাতেমী বলেন, ‘নিজের গড়া ব্যান্ডের দেড় দশক পূর্তি অনেক বড় ঘটনা। এ উপলক্ষে আমরা উৎসব করতে চেয়েছিলাম। গত এক মাস আগে থেকে পরিকল্পনাও করছিলাম। আগামী এক সপ্তাহে চারটা টেলিভিশনে লাইভ করার কথা পাক্কা ছিল। কিন্তু গত ৬-৭ দিনে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। এই কয়েকদিনে আমিসহ ব্যান্ডের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছি। কাজেই সব ধরনের আয়োজন ও কনসার্ট থেকে বিরত আছি’।
তিনি বলেন, ‘দেড় দশক পূর্তি উদযাপন করতে না পারার জন্য একটা বেদনাবোধ কাজ করছে ঠিকই। তবে আমি বিশ্বাস করি, আল্লাহ নিশ্চয় সব কিছু আমাদের ভালোর জন্য করেন।’ ১৫ বছরে ‘নকশীকাঁথা’র অ্যালবাম বেরিয়েছে দুটি। ২০০৮ সালে ‘নজর রাখিস’ প্রকাশিত হয়েছে ডেটলাইন মিউজিক থেকে। ২০১৬ সালে ‘নকশীকাঁথার গান’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। অ্যালবাম ও একক গান মিলিয়ে এ পর্যন্ত তাদের ৫০টির বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে তাদের। সর্বশেষ ২০২১ সালের আগস্টে বন্ধু দিবসে ‘তোর জন্য’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে ব্যান্ডের নামে খোলা ইউটিউব চ্যানেল থেকে। শৈশবের বন্দীত্ব নিয়ে সাজেদ ফাতেমীর লেখা ও সুরের একটি গান শিগগির প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। সাজেদ ফাতেমী বলেন, ‘সবকিছুতে ভাঙ্গা-গড়া থাকে। ব্যান্ডেও আছে। এটি আমাদের মানসিকতার সংকট। সেই সংকট আমরা তিনবার মোকাবিলা করার পর গত প্রায় সাত বছর থেকে একই লাইন-আপ বহাল আছে। নকশীকাঁথার লাইন আপ: ভোকাল ও দলপ্রধান-সাজেদ ফাতেমী, কাহন ও ড্রামস-বুলবুল সাহা, লিড গিটার, রাবাব, ম্যান্ডোলিন ও দোতারা-জে আর সুমন, বেজ গিটার-ফয়সাল, কি-বোর্ড, হারমোনিকা ও অ্যাকোর্ডিয়ান-রোমেল হাসান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘নকশীকাঁথা’র দেড় দশক

আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : লোকগানের ব্যান্ড ‘নকশীকাঁথা’ প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ হচ্ছে ২৫ জানুয়ারি। শুরু থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছে এ ব্যান্ড। এর মধ্য দিয়ে তারা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ব্যান্ডটির গায়ক সাজেদ ফাতেমী বলেন, ‘নিজের গড়া ব্যান্ডের দেড় দশক পূর্তি অনেক বড় ঘটনা। এ উপলক্ষে আমরা উৎসব করতে চেয়েছিলাম। গত এক মাস আগে থেকে পরিকল্পনাও করছিলাম। আগামী এক সপ্তাহে চারটা টেলিভিশনে লাইভ করার কথা পাক্কা ছিল। কিন্তু গত ৬-৭ দিনে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। এই কয়েকদিনে আমিসহ ব্যান্ডের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছি। কাজেই সব ধরনের আয়োজন ও কনসার্ট থেকে বিরত আছি’।
তিনি বলেন, ‘দেড় দশক পূর্তি উদযাপন করতে না পারার জন্য একটা বেদনাবোধ কাজ করছে ঠিকই। তবে আমি বিশ্বাস করি, আল্লাহ নিশ্চয় সব কিছু আমাদের ভালোর জন্য করেন।’ ১৫ বছরে ‘নকশীকাঁথা’র অ্যালবাম বেরিয়েছে দুটি। ২০০৮ সালে ‘নজর রাখিস’ প্রকাশিত হয়েছে ডেটলাইন মিউজিক থেকে। ২০১৬ সালে ‘নকশীকাঁথার গান’ শিরোনামে দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। অ্যালবাম ও একক গান মিলিয়ে এ পর্যন্ত তাদের ৫০টির বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে তাদের। সর্বশেষ ২০২১ সালের আগস্টে বন্ধু দিবসে ‘তোর জন্য’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে ব্যান্ডের নামে খোলা ইউটিউব চ্যানেল থেকে। শৈশবের বন্দীত্ব নিয়ে সাজেদ ফাতেমীর লেখা ও সুরের একটি গান শিগগির প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। সাজেদ ফাতেমী বলেন, ‘সবকিছুতে ভাঙ্গা-গড়া থাকে। ব্যান্ডেও আছে। এটি আমাদের মানসিকতার সংকট। সেই সংকট আমরা তিনবার মোকাবিলা করার পর গত প্রায় সাত বছর থেকে একই লাইন-আপ বহাল আছে। নকশীকাঁথার লাইন আপ: ভোকাল ও দলপ্রধান-সাজেদ ফাতেমী, কাহন ও ড্রামস-বুলবুল সাহা, লিড গিটার, রাবাব, ম্যান্ডোলিন ও দোতারা-জে আর সুমন, বেজ গিটার-ফয়সাল, কি-বোর্ড, হারমোনিকা ও অ্যাকোর্ডিয়ান-রোমেল হাসান।