নিজস্ব প্রতিবেদক : অবৈধ প্রক্রিয়ায় বিএসটিআই-এর অনুমোদন বিহীন মান চিহ্ন ব্যবহার, ল্যাববিহীন কারখানায় বিভিন্ন ব্রান্ডের নামে সয়াবিন এবং পাম-অয়েল মোড়কজাত করে বাজারজাতের অপরাধে নাম একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন ও পরবতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সরকারি তদারকি এই সংস্থাটি।
গত শনিবার দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। আব্দুল জব্বার মন্ডল বলেন, অবৈধ প্রক্রিয়ায় বিএসটিআই-এর অনুমোদন বিহীন মান চিহ্ন ব্যবহার, ল্যাববিহীন কারখানায় চার প্রকারের সয়াবিন এবং পাম-অয়েল মোড়কজাত করে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের অনুমোদন না নেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম জনসার্থে স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি
নকল সয়াবিনের কারখানা জব্দ, দেড় লাখ টাকা জরিমানা
ট্যাগস :
নকল সয়াবিনের কারখানা জব্দ
জনপ্রিয় সংবাদ