ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নকল টিস্যু-কলম-হেলমেট উৎপাদন, ১১ প্রতিষ্ঠানকে ৩৪ লাখ জরিমানা

  • আপডেট সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও হেলমেট উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জননী স্টেশনারী প্রোডাক্টস অ্যান্ড বুকসকে নগদ ৫ লাখ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে নগদ ৩ লাখ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে নগদ ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে নগদ ২ লাখ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে নগদ ৪ লাখ টাকা, বিআরপি ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, দোলা ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে নগদ ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার জব্দের পর ধ্বংস করা হয়। র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নকল টিস্যু-কলম-হেলমেট উৎপাদন, ১১ প্রতিষ্ঠানকে ৩৪ লাখ জরিমানা

আপডেট সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও হেলমেট উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জননী স্টেশনারী প্রোডাক্টস অ্যান্ড বুকসকে নগদ ৫ লাখ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে নগদ ৩ লাখ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে নগদ ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে নগদ ২ লাখ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে নগদ ৪ লাখ টাকা, বিআরপি ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, দোলা ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে নগদ ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার জব্দের পর ধ্বংস করা হয়। র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।