ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নওগাঁয় ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাজির মোড়ে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা। পরে বিশাল মিছিল নিয়ে প্রধান সড়ক হয়েছে শরিষাহাটির মোড়ের দিকে যেতে থাকে আন্দোলনকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গেলে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ক্ষমতাসীন দলে নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে দুগ্রুপের বেশ কয়েকজন আহত হন। পরে মুক্তির মোড়ে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে চলে যায় আন্দোলনকারীরা। নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির শুরু থেকেই সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে থাকতে বলা হয়েছিল। প্রশাসনকে বলা হয়েছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচি চালিয়ে চলে যাবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছিল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নওগাঁয় ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাজির মোড়ে জড়ো হতে থাকেন ছাত্র-জনতা। পরে বিশাল মিছিল নিয়ে প্রধান সড়ক হয়েছে শরিষাহাটির মোড়ের দিকে যেতে থাকে আন্দোলনকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গেলে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে ক্ষমতাসীন দলে নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে দুগ্রুপের বেশ কয়েকজন আহত হন। পরে মুক্তির মোড়ে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে চলে যায় আন্দোলনকারীরা। নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির শুরু থেকেই সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে থাকতে বলা হয়েছিল। প্রশাসনকে বলা হয়েছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচি চালিয়ে চলে যাবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছিল।