ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধূসরে ভেজা কাব্য

  • আপডেট সময় : ০৯:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ কবির ইমন

হৃদয় গগনে কালো মেঘের ঘোর,
ছিন্ন পল্লবে ঝরে পড়ে বারিধার।
সময়ের সংঘাতে বাড়ন্ত সে ঝড়
ক্রুদ্ধ আস্ফালনেই মাতায় প্রহর।

বোঝে না তটিনী, বোঝে না পার;
ভাঙনের সুর ভাসে, উজানে চর।
নীরবে শানায় যেন উর্বশী ঝড়,
ভাদর বানে ভাসে দুঃখিনীর ঘর।

বনানী প্রান্তরে ঘোর লাগা ভোর;
তবুও যে কাটে না ডাহুকের ঘোর।
সূর্য দেয় না উঁকি সারা দিনভর;
শুধু স্যাঁতসেঁতে পরিশ্রান্ত চৌধার।

ভয়ার্ত শালিক হারায়ে নিজ ঘর,
খুঁজে ফেরে হারানো সঙ্গিনী তার।
ধূসর আকাশ কাজল পরে ফের;
নোনাজলে ছলছল নয়ন আধার।

নীলের খোঁজে সময় বড্ড অস্থির;
পূর্ণতা বিহনে ললিত হৃদয় গম্ভীর।
সজল অভিমানে ভেঙে যায় সুর,
বিবর্ণ স্বরলিপি হারানো আখর।

শাপলা-শালুক ফোটে নিরালায়;
ভেজা কাব্য লেখে কালের স্বাক্ষর
মৌনতা ভরে, তার রোজনামচায়;
উদভ্রান্ত হৃদয়, ভগ্নতায় চিরবিমূঢ়।

মননে বাঁধে না, তবুও হৃদয় কাঁদে,
একাকী ভালোবাসা প্রহর গোনে।
বিষণ্ন শ্রাবণ দিবারাত্রি চলে কেঁদে,
শুধু মাটির সোঁদা গন্ধ বুকে পেতে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ধূসরে ভেজা কাব্য

আপডেট সময় : ০৯:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শাহনেওয়াজ কবির ইমন

হৃদয় গগনে কালো মেঘের ঘোর,
ছিন্ন পল্লবে ঝরে পড়ে বারিধার।
সময়ের সংঘাতে বাড়ন্ত সে ঝড়
ক্রুদ্ধ আস্ফালনেই মাতায় প্রহর।

বোঝে না তটিনী, বোঝে না পার;
ভাঙনের সুর ভাসে, উজানে চর।
নীরবে শানায় যেন উর্বশী ঝড়,
ভাদর বানে ভাসে দুঃখিনীর ঘর।

বনানী প্রান্তরে ঘোর লাগা ভোর;
তবুও যে কাটে না ডাহুকের ঘোর।
সূর্য দেয় না উঁকি সারা দিনভর;
শুধু স্যাঁতসেঁতে পরিশ্রান্ত চৌধার।

ভয়ার্ত শালিক হারায়ে নিজ ঘর,
খুঁজে ফেরে হারানো সঙ্গিনী তার।
ধূসর আকাশ কাজল পরে ফের;
নোনাজলে ছলছল নয়ন আধার।

নীলের খোঁজে সময় বড্ড অস্থির;
পূর্ণতা বিহনে ললিত হৃদয় গম্ভীর।
সজল অভিমানে ভেঙে যায় সুর,
বিবর্ণ স্বরলিপি হারানো আখর।

শাপলা-শালুক ফোটে নিরালায়;
ভেজা কাব্য লেখে কালের স্বাক্ষর
মৌনতা ভরে, তার রোজনামচায়;
উদভ্রান্ত হৃদয়, ভগ্নতায় চিরবিমূঢ়।

মননে বাঁধে না, তবুও হৃদয় কাঁদে,
একাকী ভালোবাসা প্রহর গোনে।
বিষণ্ন শ্রাবণ দিবারাত্রি চলে কেঁদে,
শুধু মাটির সোঁদা গন্ধ বুকে পেতে।