শাহনেওয়াজ কবির ইমন
হৃদয় গগনে কালো মেঘের ঘোর,
ছিন্ন পল্লবে ঝরে পড়ে বারিধার।
সময়ের সংঘাতে বাড়ন্ত সে ঝড়
ক্রুদ্ধ আস্ফালনেই মাতায় প্রহর।
বোঝে না তটিনী, বোঝে না পার;
ভাঙনের সুর ভাসে, উজানে চর।
নীরবে শানায় যেন উর্বশী ঝড়,
ভাদর বানে ভাসে দুঃখিনীর ঘর।
বনানী প্রান্তরে ঘোর লাগা ভোর;
তবুও যে কাটে না ডাহুকের ঘোর।
সূর্য দেয় না উঁকি সারা দিনভর;
শুধু স্যাঁতসেঁতে পরিশ্রান্ত চৌধার।
ভয়ার্ত শালিক হারায়ে নিজ ঘর,
খুঁজে ফেরে হারানো সঙ্গিনী তার।
ধূসর আকাশ কাজল পরে ফের;
নোনাজলে ছলছল নয়ন আধার।
নীলের খোঁজে সময় বড্ড অস্থির;
পূর্ণতা বিহনে ললিত হৃদয় গম্ভীর।
সজল অভিমানে ভেঙে যায় সুর,
বিবর্ণ স্বরলিপি হারানো আখর।
শাপলা-শালুক ফোটে নিরালায়;
ভেজা কাব্য লেখে কালের স্বাক্ষর
মৌনতা ভরে, তার রোজনামচায়;
উদভ্রান্ত হৃদয়, ভগ্নতায় চিরবিমূঢ়।
মননে বাঁধে না, তবুও হৃদয় কাঁদে,
একাকী ভালোবাসা প্রহর গোনে।
বিষণ্ন শ্রাবণ দিবারাত্রি চলে কেঁদে,
শুধু মাটির সোঁদা গন্ধ বুকে পেতে।