শেরপুর সংবাদদাতা : শেরপুরের নকলায় সড়কে ধান শুকাতে গিয়ে বাসের ধাক্কায় সেকান্দর আলী নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ লাভা এলাকার লাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঢাকা-নাকুগাঁও বাইপাস সড়কে সেকান্দর আলী নামে এক বৃদ্ধ কৃষক রোদে ধান শুকাচ্ছিলেন। এ সময় পশের উপজেলা নালিতাবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা সিয়াম ট্রাভেলস নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সেকান্দর জ্ঞানশূন্য হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই চালক বাসটি সরাসরি ঢাকার দিকে না নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানকার জনতা সিয়াম ট্রাভেলস নামে বাসটি আটক করে। নিহতের স্বজন রিপন মিয়া জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।