ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বর শান্ত, কড়া পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী

  • আপডেট সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবিও রয়েছে।

সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনের সড়কটির দুই মাথায় পুলিশ চেকপোস্ট বসানো। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। বাসার সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বাড়ির সামনের সড়কটিতে সাধারণের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনো বিক্ষোভকারীকে দেখা যায়নি। সোমবার দিনভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু ভবন ভাঙতে দুটি বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয় জুলাই আন্দোলনের সমর্থক দাবি করা ‘ছাত্র-জনতা’। পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দিন গড়িয়ে রাত অবধি চলে সেই উত্তেজনা।

এসি/আপ্র/১৮/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ধানমন্ডি ৩২ নম্বর শান্ত, কড়া পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবিও রয়েছে।

সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনের সড়কটির দুই মাথায় পুলিশ চেকপোস্ট বসানো। সেখানে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। বাসার সামনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বাড়ির সামনের সড়কটিতে সাধারণের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনো বিক্ষোভকারীকে দেখা যায়নি। সোমবার দিনভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু ভবন ভাঙতে দুটি বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয় জুলাই আন্দোলনের সমর্থক দাবি করা ‘ছাত্র-জনতা’। পরে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। দিন গড়িয়ে রাত অবধি চলে সেই উত্তেজনা।

এসি/আপ্র/১৮/১১/২০২৫