ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ধানমন্ডিতে বাড়ির ছাদে তরুণীকে ধর্ষণ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ভুক্তভোগী তরুণীর বাবা। গতকাল মঙ্গলবার দুপুরে ওই তরুণীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় করা মামলায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা নম্বর-০৪। নারী শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারা। মামলায় আসামি অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’ এক প্রশ্নের জবাবে ওসি পারভেজ ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আসামির নাম বলতে পারেননি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’ এর আগে সোমবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি বাড়ির ছাদে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী তরুণী নিজে থানায় এসে অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ওসি পারভেজ ইসলাম জানান, ভুক্তভোগী জানিয়েছেন অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার সোমবার পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ধানমন্ডিতে বাড়ির ছাদে তরুণীকে ধর্ষণ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ভুক্তভোগী তরুণীর বাবা। গতকাল মঙ্গলবার দুপুরে ওই তরুণীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় করা মামলায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা নম্বর-০৪। নারী শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারা। মামলায় আসামি অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’ এক প্রশ্নের জবাবে ওসি পারভেজ ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আসামির নাম বলতে পারেননি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত বলে মনে হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা কাজ করছি।’ এর আগে সোমবার সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি বাড়ির ছাদে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী তরুণী নিজে থানায় এসে অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ওসি পারভেজ ইসলাম জানান, ভুক্তভোগী জানিয়েছেন অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার সোমবার পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে।