নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির সাতাশ নাম্বারে একটি ফ্ল্যাগশীপ শো-রুম চালু করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ (সনি-স্মার্ট)। ফলে দেশের অন্যতম অভিজাত এই আবাসিক এলাকার গ্রাহকের হাতের নাগালে এখন জাপানের সনির জেনুইন পণ্য। জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে সনি-স্মার্ট।
কেক কেটে ধানমন্ডির সপ্তক স্কয়ারের নীচ তলায় (শপ# ০৪, ০৮, ০৯ ও ২৭)-তে সনি-স্মার্ট ফ্ল্যাগশীপ শো-রুম উদ্বোধন করেন আরএমডিসি, সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো এবং স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ এর পরিচালক তানভীর হোসাইন ও মহাব্যবস্থাপক (বিক্রয়) সারোয়ার জাহান চৌধুরী, সনি ইন্টারন্যাশনাল লিঃ এর বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস এবং আরএমডিসি, সনি সাউথ-ইস্ট এশিয়ার ব্যবস্থাপক কিথ লিন। ধানমন্ডির এই শো-রুমটি বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশকের প্রমাণ দিতে এবং উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে একটি ফলকনামায় সই করেন আতসুশি এন্দো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লিঃ এর বাংলাদেশ শাখার এবং স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধানমন্ডিতে চালু হলো সনি-স্মার্টের ফ্ল্যাগশীপ শোরুম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ