মো: হাসান আলী, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন, এসআই হিমাদ্রী হাওলাদার ও একজন সহযোগীর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টা মামলাকে “ষড়যন্ত্রমূলক ও মিথ্যা” দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাংশার সচেতন সমাজ। গতকাল সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় পাংশা পৌর শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পাংশার সচেতন সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে যুবদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাংশা জিয়া পরিষদের সভাপতি এম.এ. জিন্নাহ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, পাংশা বাজার বণিক সমিতির সম্পাদক দেলোয়ার সরদার, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা প্রমুখ।