নিজস্ব প্রতিবেদক: পবিত্র কুরআন, হযরত মোহাম্মদ (সা.) ও ধর্মের অবমাননার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়া সম্বলিত আইন প্রণয়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেন, আমাদের দেশের বেসরকারি যে ভার্সিটিগুলো রয়েছে সেখানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কাজ করা হচ্ছে। যে পা কুরআনে লেগেছে, ওই পা নিয়ে বাংলাদেশের জমিনে আমরা চলতে দেবো না। যে হাত দিয়ে কুরআন অবমাননা করা হবে, বাংলাদেশের মানুষ ওই হাত শরীরে থাকতে দেবে না। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তাকে গ্রেফতার করেছেন, নাকি সেভ করেছেন—এটা আমাদের বুঝার দরকার আছে। বলা হচ্ছে অপূর্ব পাল নাকি মানসিক রোগী ছিল। সে যদি মানসিক রোগী হয়ে থাকে, তাহলে তো তার হাসপাতালে থাকার কথা। সে মানসিক রোগী হয়ে কীভাবে? সে একটা ভার্সিটিতে শিক্ষার্থী হিসেবে থাকে?
মুফতি রেজাউল করিম বলেন, মূলত সে (অপূর্ব পাল) কোনো মানসিক রোগী নয়। সমস্যা হলো— এবার হিন্দু সম্প্রদায়ের পূজা হয়েছে। এবার আমাদের দেশে পূজা কেন্দ্রিক কোনো সমস্যা হয়নি। তারা নিজেদের ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা পালন করেছে। যার কারণে আমাদের দেশে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে প্রেক্ষাপট তৈরি করে বাংলাদেশের মুসলমানদের বিশ্বের কাছে বুঝাতে চায় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, ইসলামের উত্থান হয়েছে, এসব ঘটনার পেছনে তারা দায়ী। আমাদের দেশে পূজা কেন্দ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা নীলনকশা সবসময় থাকে।
সানা/ কেএমএএ/আপ্র/০৬/১০/২০২৫