জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সুবর্ণখালি নদীতে ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সফের মাঝির জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্র জানায়, রাতে উপজেলার গাছ বয়ড়া এলাকার সফের জেলে সুবর্ণখালি নদীতে জাল ফেলেন। হঠাৎ তিনি বুঝতে পারেন তার জালে একটি বড় মাছ ধরা পড়েছে। মাছটি তিনি সারারাত পানিতে বেঁধে রাখেন। সকালে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। পরে পোগলদিঘা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন ৮৫০ টাকা কেজি দরে ১০ হাজার ২০০ টাকায় ক্রয় করেন।