ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ধনী দেশগুলোর জলবায়ু-প্রতিশ্রুতি পেছাতে পারে ইউক্রেন পরিস্থিতির কারণে

  • আপডেট সময় : ০৩:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে ওঠার জন্য উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি ইউক্রেন সমস্যার কারণে বিলম্বিত হতে পারে। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত দূত জন কেরিও ওই সেশনে অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশের একটি। বর্তমানে দেশটি ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান এবং ৫৫টি দেশের ওই ফোরামে ১৪০ কোটি লোকের বাস। কিন্তু তারা মোট কার্বন নিঃসরণে মাত্র পাঁচ শতাংশ ভূমিকা রাখে। তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এটি নিয়ন্ত্রণে রাখবে। ধনী দেশগুলো প্রতি বছর ১০ হাজার কোটি ডলার তহবিল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পালন করবে এবং উন্নয়নশীল দেশগুলোকে ওই অর্থ দেবে। রিনিউয়েবল জ্বালানির জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তি প্রয়োজন, সেটাও দিতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য প্রচুর মানুষ উদ্বাস্তু হচ্ছে এবং এর ফলে নিরাপত্তা সংকট হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য বজায় রাখতে হবে: খালেদা জিয়া

ধনী দেশগুলোর জলবায়ু-প্রতিশ্রুতি পেছাতে পারে ইউক্রেন পরিস্থিতির কারণে

আপডেট সময় : ০৩:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে ওঠার জন্য উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি ইউক্রেন সমস্যার কারণে বিলম্বিত হতে পারে। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত দূত জন কেরিও ওই সেশনে অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশের একটি। বর্তমানে দেশটি ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান এবং ৫৫টি দেশের ওই ফোরামে ১৪০ কোটি লোকের বাস। কিন্তু তারা মোট কার্বন নিঃসরণে মাত্র পাঁচ শতাংশ ভূমিকা রাখে। তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এটি নিয়ন্ত্রণে রাখবে। ধনী দেশগুলো প্রতি বছর ১০ হাজার কোটি ডলার তহবিল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পালন করবে এবং উন্নয়নশীল দেশগুলোকে ওই অর্থ দেবে। রিনিউয়েবল জ্বালানির জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তি প্রয়োজন, সেটাও দিতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য প্রচুর মানুষ উদ্বাস্তু হচ্ছে এবং এর ফলে নিরাপত্তা সংকট হচ্ছে বলেও তিনি জানান।