আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের জন্য পুনরায় ‘হটলাইন’ চালুর প্রস্তাব দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে চলতি বছরের আগস্টে হটলাইন বিচ্ছিন্ন করে দেয় পিয়ংইয়ং। এখন আবার হটলাইন চালুর প্রস্তাব দিলেন কিম জং-উন। পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার বার্ষিক পার্লামেন্ট সেশনে তিনি এ প্রস্তাব দেন।
১৪তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির পঞ্চম সেশনে দেওয়া বক্তব্যে কিম জং-উন বলেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন পুনরায় চালুর ব্যাপারে আগ্রহী। উত্তর কোরিয়ার প্রতি বৈরীনীতিতে পরিবর্তন না এনে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে বলে অভিযোগ করেন কিম জং-উন।
উত্তর কোরিয়ার নেতা বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পৃক্ততার কথা বলছে। তবে দেশটির এসব কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এসব বলে যুক্তরাষ্ট্র তার বৈরী কর্মকা- গোপন করার চেষ্টা করছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, দুই কোরিয়ার মধ্যে যোগাযোগের হটলাইন অক্টোবরের শুরুর দিকে পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছেন কিম জং-উন।
কিম জং-উন আরও বলেছেন, আন্তকোরীয় সম্পর্ক পুনরুদ্ধার করা হবে, নাকি বর্তমান অবনতির পরিস্থিতি অব্যাহত থাকবে, তা নির্ভর করছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের মনোভাবের ওপর।
দ. কোরিয়ার সঙ্গে পুনরায় ‘হটলাইন’ চালুর প্রস্তাব উ. কোরিয়ার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ