ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

দ. আফ্রিকার টেস্ট দলে দুই নবাগতের সঙ্গে চমক অলিভিয়ের

  • আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন টেস্টের জন্য মঙ্গলবার (৭ ডিসেম্বর) শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২১ জনের দলে নতুন মুখ রায়ান রিকেলটন ও সিসান্দা মাগালা। আর আড়াই বছর পর দলে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার ডুয়ান্নে অলিভিয়ের। আগামী ২৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই তিন ম্যাচ। গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল দলটিকে রেখে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সঙ্গে যোগ করেছে আরো তিনজনকে। প্রোটিয়া ভক্তদের জন্য সুখবর- কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক ও আনরিখ নর্টিয়ে দলে ফিরেছেন। অলিভিয়ের তার ১০ টেস্টের সবশেষ ম্যাচ খেলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত সিএসএ চার দিনের সিরিজে ২৯ বছর বয়সী বোলার দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরলেন। ১১.১৪ গড়ে ৮ ইনিংসে ২৮ উইকেট নিয়ে শীর্ষ বোলারের আসনে থেকে বছর শেষ করেছেন তিনি। সেরা বোলিং ফিগার ৫/৫৩। ২০১৮ সালের ডিসেম্বরে বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন অলিভিয়ের। এবার ভারতের বিপক্ষেও একই সাফল্য দেখাতে পারেন কি না সেটাই দেখার। তার আগে একাদশে পেতে হবে সুযোগ।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, সারেল আরউই, বেউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, আনরিখ নর্টিয়ে, কিগান পিটারসেন, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরিয়েন্নে, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরমান, প্রেনেলান সুব্রায়েন, সিসান্দা মাগালা, রায়ান রিকেলটন, ডুয়ান্নে অলিভিয়ের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

দ. আফ্রিকার টেস্ট দলে দুই নবাগতের সঙ্গে চমক অলিভিয়ের

আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন টেস্টের জন্য মঙ্গলবার (৭ ডিসেম্বর) শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২১ জনের দলে নতুন মুখ রায়ান রিকেলটন ও সিসান্দা মাগালা। আর আড়াই বছর পর দলে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার ডুয়ান্নে অলিভিয়ের। আগামী ২৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই তিন ম্যাচ। গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল দলটিকে রেখে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সঙ্গে যোগ করেছে আরো তিনজনকে। প্রোটিয়া ভক্তদের জন্য সুখবর- কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক ও আনরিখ নর্টিয়ে দলে ফিরেছেন। অলিভিয়ের তার ১০ টেস্টের সবশেষ ম্যাচ খেলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। মূলত সিএসএ চার দিনের সিরিজে ২৯ বছর বয়সী বোলার দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরলেন। ১১.১৪ গড়ে ৮ ইনিংসে ২৮ উইকেট নিয়ে শীর্ষ বোলারের আসনে থেকে বছর শেষ করেছেন তিনি। সেরা বোলিং ফিগার ৫/৫৩। ২০১৮ সালের ডিসেম্বরে বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন অলিভিয়ের। এবার ভারতের বিপক্ষেও একই সাফল্য দেখাতে পারেন কি না সেটাই দেখার। তার আগে একাদশে পেতে হবে সুযোগ।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, সারেল আরউই, বেউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, আনরিখ নর্টিয়ে, কিগান পিটারসেন, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরিয়েন্নে, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরমান, প্রেনেলান সুব্রায়েন, সিসান্দা মাগালা, রায়ান রিকেলটন, ডুয়ান্নে অলিভিয়ের।