ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

দ. আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বাউচার

  • আপডেট সময় : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক বাউচার। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নতুন চ্যালেঞ্জ নিতে চান সাবেক এই কিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট হারের দিন সোমবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বিষয়টি জানিয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে বাউচারের কোচিংয়ে ১১ টেস্ট, ১২ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটি আছে দুই নম্বরে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১১ নম্বরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সিএসএ জানায়, ভবিষ্যৎ ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে এবং ব্যক্তিগত কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাউচার। চুক্তির শেষ পর্যন্ত না থাকায় হতাশ হলেও ৪৫ বছর বয়সী এই কোচের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপ টাউনের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন বাউচার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরু হয় পালাবদলের অধ্যায়। এর অংশ হিসেবেই বাউচারকে ২০২৩ সাল পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব দেয় দেশটির বোর্ড। কঠিন সময়ে দায়িত্ব নিয়ে দলকে কিছু সাফল্য এনে দিয়েছেন বাউচার। যার মধ্যে রয়েছে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়। আবার ব্যর্থতাও আছে কিছু; সুপার লিগে ১৩ ম্যাচে দলটির পয়েন্ট স্রেফ ৪৯। ফলে সরাসরি ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে খেলা তাদের জন্য অনেক দূরের পথ। দা ওভালে সোমবার ৯ উইকেটে তৃতীয় ও শেষ টেস্ট হেরে সিরিজ ২-১ এ হেরেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার আগে দলটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ভারতে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দ. আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বাউচার

আপডেট সময় : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্ক বাউচার। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নতুন চ্যালেঞ্জ নিতে চান সাবেক এই কিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট হারের দিন সোমবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বিষয়টি জানিয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে বাউচারের কোচিংয়ে ১১ টেস্ট, ১২ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি জিতেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটি আছে দুই নম্বরে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১১ নম্বরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সিএসএ জানায়, ভবিষ্যৎ ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে এবং ব্যক্তিগত কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাউচার। চুক্তির শেষ পর্যন্ত না থাকায় হতাশ হলেও ৪৫ বছর বয়সী এই কোচের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপ টাউনের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন বাউচার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরু হয় পালাবদলের অধ্যায়। এর অংশ হিসেবেই বাউচারকে ২০২৩ সাল পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব দেয় দেশটির বোর্ড। কঠিন সময়ে দায়িত্ব নিয়ে দলকে কিছু সাফল্য এনে দিয়েছেন বাউচার। যার মধ্যে রয়েছে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়। আবার ব্যর্থতাও আছে কিছু; সুপার লিগে ১৩ ম্যাচে দলটির পয়েন্ট স্রেফ ৪৯। ফলে সরাসরি ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে খেলা তাদের জন্য অনেক দূরের পথ। দা ওভালে সোমবার ৯ উইকেটে তৃতীয় ও শেষ টেস্ট হেরে সিরিজ ২-১ এ হেরেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেওয়ার আগে দলটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ভারতে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।