ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

দ্রুত নির্বাচন চেয়ে ঈদের জামাতে বিশেষ প্রার্থনা

  • আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

বাণিজ্যমেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে বিশেষ দোয়া করা হয়

নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে বিশেষ দোয়া করা হয়েছে। পাশাপাশি, একটি গ্রহণযোগ্য ও দ্রুত নির্বাচন আয়োজনের জন্যও প্রার্থনা করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিটি করপোরেশনের আয়োজনে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জামাতের ইমামতি করেন ক্বারি গোলাম মোস্তফা, এবং বিকল্প ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

বিশেষ দোয়ায় ক্বারি গোলাম মোস্তফা বলেন, যারা এতো সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছেন, মহান আল্লাহ যেন তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দান করেন এবং সুস্থ জীবন দান করেন।

এছাড়া, দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, তাদের সফলতার জন্যও দোয়া করা হয়। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে দেশ দ্রুত একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন পায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দ্রুত নির্বাচন চেয়ে ঈদের জামাতে বিশেষ প্রার্থনা

আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে বিশেষ দোয়া করা হয়েছে। পাশাপাশি, একটি গ্রহণযোগ্য ও দ্রুত নির্বাচন আয়োজনের জন্যও প্রার্থনা করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিটি করপোরেশনের আয়োজনে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জামাতের ইমামতি করেন ক্বারি গোলাম মোস্তফা, এবং বিকল্প ইমাম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

বিশেষ দোয়ায় ক্বারি গোলাম মোস্তফা বলেন, যারা এতো সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছেন, মহান আল্লাহ যেন তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দান করেন এবং সুস্থ জীবন দান করেন।

এছাড়া, দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন, তাদের সফলতার জন্যও দোয়া করা হয়। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে দেশ দ্রুত একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন পায়।