ক্রীড়া ডেস্ক: জাতীয় সামার অ্যাথলেটিক্স দিয়ে দারুণভাবে ট্র্যাকে ফিরলেন সুমাইয়া দেওয়ান। নারী ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে পুনরুদ্ধার করলেন দ্রুততম মানবীর খেতাব।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে সেরা হওয়ার পথে সুমাইয়ার টাইমিং ছিলো ১২ দশমিক ১৯ সেকেন্ড। ২০২২ সালে প্রথমবারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন সুমাইয়া।
আজ জাতীয় স্টেডিয়ামে সেই মুকুট পুনরুদ্ধার করলেন এই অ্যাথলেট। তবে এ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে বলা হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন সুমাইয়া। জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে এই সিদ্ধান্তের প্রতিবাদও জানান শিরিন।
নানা বিতর্কের পর শেষ পর্যন্ত সুমাইয়াকেই দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকেরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া।
১২ দশমিক ২১ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হয়েছেন শিরিন। তৃতীয় হয়েছেন শরিফা খাতুন, তার টাইমিং ১২ দশমিক ৪১ সেকেন্ড। এই তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।
অন্যদিকে জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ট্র্যাকে নেমেই দেশের দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করলেন ইমরানুর। ১০০ মিটারে স্বর্ণ জিতলেন তিনি। এ নিয়ে ঘরোয়া ১০০ মিটারে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে ১০০ মিটারে সোনা জিততে ইমরানুর সময় নিয়েছেন ১০.৬৪ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং)।
ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর ২০২২ সালে প্রথমবার বাংলাদেশের জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিয়েই রেকর্ড গড়ে ১০০ মিটারে সোনা জেতেন। এরপর একে একে ঘরোয়া প্রতিযোগিতায় ১০০ মিটারে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। দেশের বাইরে ২০২৩ সালে এশিয়ান ইনডোর ৬০ মিটারেও সোনা জিতেছেন ইমরানুর।