নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। এবার মাঠের কর্মসূচি দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রাজধানীতে মানববন্ধন করবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সকাল ১১টায় বিজয় নগর থেকে পল্টন পর্যন্ত এ মানববন্ধন হবে।
গতকাল বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানববন্ধনে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। দলের নেতাকর্মীদের যথা সময়ে কর্মসূচিস্থলে উপস্থিত থাকার আহ্বানও জানান তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে সমাবেশে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার মাঠে নামছে জাপা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ