ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

ডববিসি : মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বড় ধরনের সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশটি। খবর বিবিসি। ফেডারেল রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশটির ব্যাংক সুদের হার শূন্য দশমিক ৭৫ বাড়াবে। তারা এই হার ২ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করবে। এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল অর্থনীতির ধীরগতির কথা স্বীকার করে বলেছেন, ‘ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যাংক সামনের মাসগুলোতে সুদের হার বাড়াতে পারে।’ এ পরিস্থিতি মুদ্রাস্ফীতির দিকে ইঙ্গিত করে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। তিনি আরও বলেন, ‘মূল্য স্থিতিশীল না হলে অর্থনীতিতে কিছুই কাজ করে না। তাই মুদ্রাস্ফীতি কমা দরকার। এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়।’ দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে মূল্যস্ফীতি কমানোর জন্য গত মার্চ মাস থেকে ঋণের সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। তবে এ ধরনের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর প্রথম ভোক্তাদের আস্থা হ্রাস, আবাসন বাজারের ধীরগতি, ব্যবসায়ীক কার্যক্রম সংকোচন ও বেকারত্বের হার বেড়েছে। এই সপ্তাহে সরকারি পরিসংখ্যানে মার্কিন অর্থনীতি টানা তিন মাসে দ্বিতীয় সংকোচনের চিত্র দেখা যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অনেক দেশে অর্থনীতির এই পরিস্থিতিকে মন্দা হিসাবে বিবেচনা করা হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ভিন্নভাবে পরিমাপ করা হয়।
বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা
এদিকে করোনা মহামারি পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশে ভ্রমণের বিষয়ে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে বাংলাদেশসহ ছয়টি দেশের নাম। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এসব দেশের নামের তালিকা প্রকাশ করে। সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকা ছয়টি দেশ হলো মধ্য আমেরিকার এল সালভাদর ও হন্ডুরাস। এ ছাড়া বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি রয়েছে উচ্চ ঝুঁকির তালিকায়। যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখে একশজনের বেশি সংক্রমণ ঘটেছে সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সংস্থাটি। করোনা মহামারিতে বিশ্বের দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) শ্রেণিভুক্ত করা হয়েছে। এদিকে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আরও একদিনে মৃত্যু হয়েছে ১১৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৫২ হাজার ৪৬৭ জনের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দ্রব্যমূল্যের লাগাম টানতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ডববিসি : মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বড় ধরনের সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টানতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশটি। খবর বিবিসি। ফেডারেল রিজার্ভ ব্যাংক জানিয়েছে, দেশটির ব্যাংক সুদের হার শূন্য দশমিক ৭৫ বাড়াবে। তারা এই হার ২ দশমিক ২৫ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করবে। এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল অর্থনীতির ধীরগতির কথা স্বীকার করে বলেছেন, ‘ঝুঁকি থাকা সত্ত্বেও ব্যাংক সামনের মাসগুলোতে সুদের হার বাড়াতে পারে।’ এ পরিস্থিতি মুদ্রাস্ফীতির দিকে ইঙ্গিত করে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। তিনি আরও বলেন, ‘মূল্য স্থিতিশীল না হলে অর্থনীতিতে কিছুই কাজ করে না। তাই মুদ্রাস্ফীতি কমা দরকার। এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়।’ দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে মূল্যস্ফীতি কমানোর জন্য গত মার্চ মাস থেকে ঋণের সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। তবে এ ধরনের পদক্ষেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর প্রথম ভোক্তাদের আস্থা হ্রাস, আবাসন বাজারের ধীরগতি, ব্যবসায়ীক কার্যক্রম সংকোচন ও বেকারত্বের হার বেড়েছে। এই সপ্তাহে সরকারি পরিসংখ্যানে মার্কিন অর্থনীতি টানা তিন মাসে দ্বিতীয় সংকোচনের চিত্র দেখা যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অনেক দেশে অর্থনীতির এই পরিস্থিতিকে মন্দা হিসাবে বিবেচনা করা হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ভিন্নভাবে পরিমাপ করা হয়।
বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা
এদিকে করোনা মহামারি পরিস্থিতির কারণে বেশ কয়েকটি দেশে ভ্রমণের বিষয়ে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে বাংলাদেশসহ ছয়টি দেশের নাম। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এসব দেশের নামের তালিকা প্রকাশ করে। সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকা ছয়টি দেশ হলো মধ্য আমেরিকার এল সালভাদর ও হন্ডুরাস। এ ছাড়া বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি রয়েছে উচ্চ ঝুঁকির তালিকায়। যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখে একশজনের বেশি সংক্রমণ ঘটেছে সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সংস্থাটি। করোনা মহামারিতে বিশ্বের দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) শ্রেণিভুক্ত করা হয়েছে। এদিকে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আরও একদিনে মৃত্যু হয়েছে ১১৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৫২ হাজার ৪৬৭ জনের।