নিজস্ব প্রতিবেদক : ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলন করে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা করেন। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে জানিয়ে সাইফুল বলেন, হরতাল ‘সফল’ করতে ১৩ থেকে ২৭ মার্চ সারাদেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জনগণকে ‘নিজেদের বাঁচার প্রয়োজনে’ দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল, সংগঠন, শ্রেণি পেশার সংগঠন ও নেতাদের স্ব-স্ব অবস্থান থেকে একইদিন হরতালের কর্মসূচি ঘোষণা, সমর্থন ও বাস্তবায়নে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাই।” লিখিত বক্তব্যে বাম জোটের সমন্বয়ক বলেন, “নিত্য প্রয়োজনীয় অতি জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক ও লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ আজ নাকাল। গরিব ও স্বল্প আয়ের কোটি কোটি মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে। জনগণের এক বড় অংশ দুই বেলাও ভালোভাবে খেতে পারছে না। এ অবস্থা চলতে দিলে দেশ আবারও দুর্ভিক্ষাবস্থায় নিপতিত হতে পারে।”
বাজার নিয়ন্ত্রণে সরকারের ‘কার্যকর কোনো মনিটরিং নেই’ অভিযোগ করে সাইফুল বলেন, এ কারণে ‘মুনাফাখোর অসৎ সিন্ডিকেট’ দেশের মানুষকে পুরোপুরি জিম্মি করে ফেলেছে। “প্রতিদিন ভোক্তাদের পকেট থেকে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমদানিকারক, মিলার, আড়তদার, মজুতদার, ফড়িয়া মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেটের সঙ্গে সরকারের অশুভ আঁতাতের কারণে প্রতিটি খাদ্যপণ্যের দাম আজ আকাশচুম্বী।” বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে গত ১০ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৯০ শতাংশ, গ্যাসের দাম বেড়েছে ১৪৮ শতাংশ, ডিজেলের দাম বেড়েছে ৮২ শতাংশ, আর পানির দাম বেড়েছে ২৬৪ শতাংশ। আবারও ‘চরম স্বেচ্ছাচারি পন্থায়’ পানির দাম ৬০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এটি স্পষ্ট যে চাল-ডাল, পেঁয়াজ, সিলিন্ডার গ্যাসসহ অতি জরুরি খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই।” অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : ২৮ মার্চ হরতালের ডাক বাম জোটের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ