ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ আসছে হিন্দিতে

  • আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : মালায়ালাম সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ হিন্দি ভাষায় তৈরি করবেন ‘কার্গো’ খ্যাত নির্মাতা আরতি কাদভ। সমালোচক প্রশংসিত এ সিনেমাটির হিন্দি সংস্করণে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তিনি নিজের ইনস্টাগ্রাম পেজে সিনেমাটি রিমেকের খবর দিয়ে বলেছেন, “”#দ্যাগ্রেটইন্ডিয়ানকিচেনহিন্দিরিমেক-এর অংশ হতে পেরে খুব খুশি এবং আনন্দিত। আর অপেক্ষা করতে পারছি না!” হিন্দি সিনেমাটি প্রযোজনা করবেন বলিউডের এককালের অভিনেতা হারমান বাওয়জা। হারমান বাওয়জার বিবৃতি উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, “দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন এর কিছুটা রহস্যময় গুণ রয়েছে। সিনেমাটি শেষ হয়ে যাওয়ার পর ও গল্পটি আপনার সাথে থেকে যায়। বিনোদন ও বিষয়বস্তু-দুইয়ের মধ্যে নিখুঁত ভারসাম্য রেখে আমি এ সিনেমাকে পুরো ভারতের দর্শকদের জন্য তৈরি করতে চাইছিলাম।” গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় জিও বেবি দ্বারা রচিত ও পরিচালিত ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কিচেন’। দ্রুতই জনপ্রিয়তা পায় সিনেমাটি। এ সিনেমায় তুলে ধরা হয়েছে পুরুষতন্ত্রের কঠোর নজরদারিতে কীভাবে বছরের পর বছর ধরে নারীরা রান্নাঘরের চার দেয়ালের মধ্যে ‘ক্রীতদাসের’ জীবন কাটিয়ে দিচ্ছেন। সংক্ষিপ্ত সংলাপ ব্যবহারের মধ্য দিয়ে এ সিনেমায় জিও বেবি নিজের স্বামীর বাড়িতে এক নববিবাহিত নারীর বাস্তবতা, তার প্রতি হওয়া অবিচার ও দমন-পীড়ন চিত্রায়িত করেছেন। মালালায়াম মুভিটিতে স্ত্রী ও স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন নিমিশা সাজায়ান ও সুরজ ভেঞ্জারামুডু।
দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের তামিল রিমেকও তৈরি হচ্ছে। তামিল সংস্করণটি পরিচালনা করছেন আর কানন। এদিকে সানিয়া মালহোত্রা এখন তার সিনেমা ‘লাভ হোস্টেল’ এর মুক্তির অপেক্ষায়। সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে। ‘লাভ হোস্টেল’ প্রযোজনা করছেন গৌরী খানের রেড চিলি’স এন্টারটেইনমেন্ট ও দৃশ্যম ফিল্মস। শঙ্কর রামান পরিচালিত এই সিনেমায় আর অভিনয় করেছেন ববি দেওল ও বিক্রান্ত মাসেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ আসছে হিন্দিতে

আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : মালায়ালাম সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ হিন্দি ভাষায় তৈরি করবেন ‘কার্গো’ খ্যাত নির্মাতা আরতি কাদভ। সমালোচক প্রশংসিত এ সিনেমাটির হিন্দি সংস্করণে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তিনি নিজের ইনস্টাগ্রাম পেজে সিনেমাটি রিমেকের খবর দিয়ে বলেছেন, “”#দ্যাগ্রেটইন্ডিয়ানকিচেনহিন্দিরিমেক-এর অংশ হতে পেরে খুব খুশি এবং আনন্দিত। আর অপেক্ষা করতে পারছি না!” হিন্দি সিনেমাটি প্রযোজনা করবেন বলিউডের এককালের অভিনেতা হারমান বাওয়জা। হারমান বাওয়জার বিবৃতি উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, “দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন এর কিছুটা রহস্যময় গুণ রয়েছে। সিনেমাটি শেষ হয়ে যাওয়ার পর ও গল্পটি আপনার সাথে থেকে যায়। বিনোদন ও বিষয়বস্তু-দুইয়ের মধ্যে নিখুঁত ভারসাম্য রেখে আমি এ সিনেমাকে পুরো ভারতের দর্শকদের জন্য তৈরি করতে চাইছিলাম।” গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় জিও বেবি দ্বারা রচিত ও পরিচালিত ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কিচেন’। দ্রুতই জনপ্রিয়তা পায় সিনেমাটি। এ সিনেমায় তুলে ধরা হয়েছে পুরুষতন্ত্রের কঠোর নজরদারিতে কীভাবে বছরের পর বছর ধরে নারীরা রান্নাঘরের চার দেয়ালের মধ্যে ‘ক্রীতদাসের’ জীবন কাটিয়ে দিচ্ছেন। সংক্ষিপ্ত সংলাপ ব্যবহারের মধ্য দিয়ে এ সিনেমায় জিও বেবি নিজের স্বামীর বাড়িতে এক নববিবাহিত নারীর বাস্তবতা, তার প্রতি হওয়া অবিচার ও দমন-পীড়ন চিত্রায়িত করেছেন। মালালায়াম মুভিটিতে স্ত্রী ও স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন নিমিশা সাজায়ান ও সুরজ ভেঞ্জারামুডু।
দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের তামিল রিমেকও তৈরি হচ্ছে। তামিল সংস্করণটি পরিচালনা করছেন আর কানন। এদিকে সানিয়া মালহোত্রা এখন তার সিনেমা ‘লাভ হোস্টেল’ এর মুক্তির অপেক্ষায়। সিনেমাটি ২৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে। ‘লাভ হোস্টেল’ প্রযোজনা করছেন গৌরী খানের রেড চিলি’স এন্টারটেইনমেন্ট ও দৃশ্যম ফিল্মস। শঙ্কর রামান পরিচালিত এই সিনেমায় আর অভিনয় করেছেন ববি দেওল ও বিক্রান্ত মাসেই।