ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে এবার বোমা ফাটালেন সাবেক মুখ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : গোটা ভারতে হইচই পড়ে গেছে। কারণ, একটি মাত্র সিনেমা। নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিতর্কের কারণে এই ছবি নিয়ে মানুষের মধ্যে বেশি আগ্রহ তৈরি হয়েছে। তাই প্রতিদিনই বাড়ছে বাণিজ্যের অংক। কিন্তু এর মধ্যেই ছবিটি নিয়ে বেশ কিছু বিরুদ্ধ মত উঠে এসেছে।
যেমন এক শ্রেণির দাবি, ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণেদিত। তেমনই আর এক শ্রেণির মত, এটি নিখাদ ইতিহাস। এরই মধ্যে ছবিটি নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর বলেছেন, ‘এই ছবিতে যা দেখানো হয়েছে, তার অনেক কিছুই সত্যি নয়। তাঁর প্রশ্ন, ‘এটি কি তথ্যচিত্র? তাহলে তো এতে সত্যি ঘটনা দেখানো উচিত। কিন্তু ছবিটি সম্পর্কে তো বলা হচ্ছে, এটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি ফিচার ফিল্ম। তাহলে এটিকে ইতিহাস কেন বলা হচ্ছে?
এখানেই থামেননি এই রাজনীতিবিদ। তার অভিযোগ, ‘এই ছবিতে নানা রকম ভুল দেখানো হয়েছে।
তার কথায়, ‘যখন কাশ্মীরি প-িতরা ঘরছাড়া হন, তখন ফারুক আবদুল্লা মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন জগমোহন ছিলেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল। তখন ভিপি সিংয়ের সরকার ছিল কেন্দ্রে। সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার।’
শুধু ওমর আবদুল্লা নন, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে বিজেপির ছবি বলে কটাক্ষ করেছেন অনেকেই। এছাড়া কাশ্মীরের বর্তমান পন্ডিতরাও এর সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো সংসদের ভেতরে দাঁড়িয়ে নাম না করে এ ছবি না দেখার অনুরোধ জানিয়েছেন সকলকে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। এই ছবিতে প্রধান একটি চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তী, যিনি গত বছর বিজেপিতে যোগ দিয়েছেন। আরও আছেন অনুপম খের ও পল্লবী জোশির মতো অভিনেতারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে এবার বোমা ফাটালেন সাবেক মুখ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : গোটা ভারতে হইচই পড়ে গেছে। কারণ, একটি মাত্র সিনেমা। নাম ‘দ্য কাশ্মীর ফাইলস’। বিতর্কের কারণে এই ছবি নিয়ে মানুষের মধ্যে বেশি আগ্রহ তৈরি হয়েছে। তাই প্রতিদিনই বাড়ছে বাণিজ্যের অংক। কিন্তু এর মধ্যেই ছবিটি নিয়ে বেশ কিছু বিরুদ্ধ মত উঠে এসেছে।
যেমন এক শ্রেণির দাবি, ছবিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণেদিত। তেমনই আর এক শ্রেণির মত, এটি নিখাদ ইতিহাস। এরই মধ্যে ছবিটি নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর বলেছেন, ‘এই ছবিতে যা দেখানো হয়েছে, তার অনেক কিছুই সত্যি নয়। তাঁর প্রশ্ন, ‘এটি কি তথ্যচিত্র? তাহলে তো এতে সত্যি ঘটনা দেখানো উচিত। কিন্তু ছবিটি সম্পর্কে তো বলা হচ্ছে, এটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি ফিচার ফিল্ম। তাহলে এটিকে ইতিহাস কেন বলা হচ্ছে?
এখানেই থামেননি এই রাজনীতিবিদ। তার অভিযোগ, ‘এই ছবিতে নানা রকম ভুল দেখানো হয়েছে।
তার কথায়, ‘যখন কাশ্মীরি প-িতরা ঘরছাড়া হন, তখন ফারুক আবদুল্লা মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন জগমোহন ছিলেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল। তখন ভিপি সিংয়ের সরকার ছিল কেন্দ্রে। সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার।’
শুধু ওমর আবদুল্লা নন, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে বিজেপির ছবি বলে কটাক্ষ করেছেন অনেকেই। এছাড়া কাশ্মীরের বর্তমান পন্ডিতরাও এর সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো সংসদের ভেতরে দাঁড়িয়ে নাম না করে এ ছবি না দেখার অনুরোধ জানিয়েছেন সকলকে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। এই ছবিতে প্রধান একটি চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তী, যিনি গত বছর বিজেপিতে যোগ দিয়েছেন। আরও আছেন অনুপম খের ও পল্লবী জোশির মতো অভিনেতারা।