ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছেন ব্যাটার এইডেন মারক্রাম। তার কভার হিসেবে বামহাতি বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। লিন্ডে মূলত ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যোগ দেবেন। মারক্রাম ফিল্ডিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান। তার পর বাকিটা সময় সাইড লাইনেই কাটিয়েছেন। ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যাওয়ার কথা। এর পরেই জানা যাবে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কিনা।
তাতে করে প্রোটিয়া দলটির চোটের তালিকা আরও বড় হলো। টুর্নামেন্টের আগে ছিটকে গেছেন সব ফাস্ট বোলার। তারা হলেন-আইনরিখ নর্কিয়া, জেরাল্ড কোয়েটজে, নান্দ্রে বার্গার ও লিজাড উইলিয়ামস। লিন্ডের প্রোটিয়া ক্যাম্পে যোগ দেওয়ার কথা মঙ্গলবার সন্ধ্যায়। তবে তিনি আনুষ্ঠানিকভাবে মারক্রামের বদলি হবেন না, যতক্ষণ পর্যন্ত প্রোটিয়া ব্যাটার আনুষ্ঠানিকভাবে ছিটকে যাচ্ছেন। দুবাই ফাইনালের কথা ভেবে আগেভাগেই প্রোটিয়া শিবির একজন বাড়তি স্পিনারের কথা ভেবেছে। সেই ভাবনা থেকেই লিন্ডেকে নিয়ে আসা। দলে বিশেষজ্ঞ স্পিনার দুজন- কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। সেখান থেকে পাকিস্তানে খেলেছেন শুধু মহারাজ।