আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের নেতা ক্যারি ল্যাম ঘোষণা দিয়েছেন, বিতর্কিত মেয়াদের পর দ্বিতীয় দফায় তিনি অফিসে থাকতে চান না। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যারি ল্যাম এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ২০১৯ সালে ব্যাপক বিক্ষোভের সময়ে প্রধান নির্বাহী হিসেবে ক্যারি লাম দেখেছেন, হংকংয়ে বৃহত্তর চীনা প্রভাব। ৬৪ বছর বয়সী ক্যারি ল্যাম ২০১৭ সালে বেইজিংয়ের পছন্দের ব্যক্তি হিসেবেই দায়িত্ব নিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, তিনি নিজের পরিবারকে অগ্রাধিকার দিচ্ছেন। ক্যারি ল্যাম আরো বলেছেন, এই সিদ্ধান্ত আমি আমার কাজের মূল্যায়ন বা হংকং সরকারের কর্মদক্ষতার মূল্যায়নের অংশ হিসেবে নিইনি। ব্যক্তিগত ইচ্ছা ও আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেছেন, শুধু একটিই কারণ রয়েছে এবং তা হলো পরিবার। আমি আগেই সবাইকে বলেছি যে, আমার বিবেচনায় পরিবার প্রথম অগ্রাধিকার। তারা মনে করে যে, আমার বাড়ি ফেরার সময় হয়েছে। ক্যারি ল্যাম আরো বলেছেন, আমি আবারো নির্বাচন না করার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি। তারা আমার অবস্থান বুঝতে পেরেছে। তাই আমি আগে আগেই গণমাধ্যমের মাধ্যমে জনগণকেও বিষয়টি জানিয়ে দিতে চাই। ক্যারি ল্যামের বদলি হতে পারেন হংকংয়ের সাবেক মুখ্য সচিব জন লি।