গাজীপুর প্রতিনিধি : শান্তিপূর্ণভাবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গতকাল বৃহস্পতিবার আমবয়ানের মাধ্যমে আজ শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুন সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে নিজামউদ্দিন অনুসারী তাবলিগের ইজতেমার আমবয়ান শুরু হয়। তবে আনুষ্ঠানিক শুরু হচ্ছে আজ শুক্রবার বাদ ফজর। এ পর্বে দিল্লির মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। দ্বিতীয় পর্ব শুরুর প্রথম রাত পবিত্র শবেবরাত হওয়ায় ইজতেমা ময়দানে বড় করে শবেবরাত পালনের মাধ্যমে অধিক সওয়াব হাসিলের লক্ষ্যে মুসল্লিরা ময়দানে এসে জড়ো হচ্ছেন।
ইতিমধ্যে ময়দানের প্রায় ৯৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে বলে জানান দ্বিতীয় পর্বের আয়োজকরা। ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, টঙ্গীর তুরাগ নদের তীরের বিশাল ময়দানে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষ। ময়দান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ। প্রথম পর্বের লাখো মুসল্লির ফেলে যাওয়া উচ্ছিষ্ট, কাগজ, পলিথিন, বিছানার হোগলা ইত্যাদি পরিষ্কার করা হয়েছে। ঝেড়ে-মুছে পরিষ্কার করা হয়েছে ১৬০ একর ময়দানে তৈরি সুবিশাল সামিয়ানার নিচ, ইজতেমা ময়দানের চারপাশে তৈরি করা হাজার হাজার কাঁচা-পাকা বাথরুম। ওজু-গোসল ও রান্না-বান্নার স্থান ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছিঁড়ে যাওয়া, খসে পড়া চট ঠিক করে বাঁধাসহ নতুন করে সাজানো হয়েছে। জানা গেছে পুরো ময়দানকে ৮৫ খিত্তায় বিন্যস্ত করা হয়েছে। এসব কাজ ময়দান সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও জামাতবন্দী মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে করেন।
ময়দানের যেসব জায়গায় সামিয়ানা টানানো হয়নি সেসব জায়গার সামিয়ান সংশ্লিষ্ট খিত্তার মুসল্লিরা নিয়ে আসবেন। আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় ইজতেমা ময়দানমুখো মুসল্লিদের আগমন। ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে, পায়ে হেঁটে, নৌপথে ও আকাশপথে (বিদেশি মেহমান) ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হন। ইজতেমা ময়দানে লাখো মুসল্লির সমাগমকে কেন্দ্র করে টঙ্গী, উত্তরা, তুরাগ, কামারপাড়া, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকানপাট ও হোটেল-রেস্তোরাঁ। আগামী রবিবার আখেরি মোনাজাত পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দেশি-বিদেশি মাওলানা ও বুজুর্গ মুরব্বিরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। রবিবারের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমা শেষ হবে। এদিকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা যেভাবে পরিচালিত হয়েছে একইভাবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাও পরিচালিত হবে বলে ইজতেমা পরিচালনা কমিটিসহ স্থানীয় জেলা প্রশাসক, সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, ডেসকো, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী র্যাব, পুলিশ, সিটিএসবিসহ বিভিন্ন অধিদপ্তর সূত্রে জানা গেছে।
ইজতেমা চলাকালীন ট্রাফিক ও যাতায়াত ব্যবস্থা আগের মতোই থাকবে বলেও জানা গেছে। মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে নিজামউদ্দিন মারকাজের বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম রাতে পবিত্র শবেবরাত হওয়ায় লাখ লাখ মুসল্লিসহ আমরা ইজতেমা ময়দানে পবিত্র শবেবরাত পালন করব। ইজতেমার প্রস্তুতি কাজ প্রায় শেষ। আজ আসর বাদ আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। বিশ্বের প্রায় শতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ইজতেমায় অংশ নেবেন।’ প্রসঙ্গত, মাওলানা জুবায়ের আহমদপন্থীদের আয়োজনে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন হয়। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।