ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন এনগিডি

  • আপডেট সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাত্তা না দক্ষিণ আফ্রিকা পরের টেস্টেও পাচ্ছে না বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য লুঙ্গি এনগিডিকে। পিঠের চোট সারেনি এই পেসারের। ক্রাইস্টচার্চে শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগের দিন সংবাদ সম্মেলনে ১৩ টেস্ট খেলা এনগিডিকে এই ম্যাচে না পাওয়ার বিষয়টি জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। “গত সপ্তাহে সে বোলিং করতে পারেনি। আমার মনে হয় না, টেস্ট ম্যাচের জন্য তার বোলিং সঠিক মানে আছে। সে আমাদের সঙ্গে অনুশীলন করেনি, কেবল ছোট রান-আপে বোলিং করছে। আমাদের জন্য যা বড় ধাক্কা।” “আমাদের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য লুঙ্গি, তা আমরা জানি। তাই সে এখন যে অবস্থায় আছে, এটা কিছুটা হতাশার।” কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, ডুয়ানে অলিভিয়ের ও গ্লেন্টন স্টুয়ারম্যানদের নিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বোলিং আক্রমণ সাজায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যাওয়া সফরকারীদের লড়াইয়ে ফেরাতে পারেননি বোলাররা। নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৪৮২ রান। ম্যাচটি পরে ইনিংস ও ২৭৬ রানে হারে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো পায় ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ। এমন হতশ্রী পারফরম্যান্সের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য দ্বিতীয় টেস্টের একাদশে বড় পরিবর্তন আসতে পারে বলে জানান এলগার। তবে কারো নাম প্রকাশ করেননি তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং, নিরাপদ আশ্রয়ে ৯ লাখ মানুষ

দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন এনগিডি

আপডেট সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাত্তা না দক্ষিণ আফ্রিকা পরের টেস্টেও পাচ্ছে না বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য লুঙ্গি এনগিডিকে। পিঠের চোট সারেনি এই পেসারের। ক্রাইস্টচার্চে শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগের দিন সংবাদ সম্মেলনে ১৩ টেস্ট খেলা এনগিডিকে এই ম্যাচে না পাওয়ার বিষয়টি জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। “গত সপ্তাহে সে বোলিং করতে পারেনি। আমার মনে হয় না, টেস্ট ম্যাচের জন্য তার বোলিং সঠিক মানে আছে। সে আমাদের সঙ্গে অনুশীলন করেনি, কেবল ছোট রান-আপে বোলিং করছে। আমাদের জন্য যা বড় ধাক্কা।” “আমাদের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য লুঙ্গি, তা আমরা জানি। তাই সে এখন যে অবস্থায় আছে, এটা কিছুটা হতাশার।” কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, ডুয়ানে অলিভিয়ের ও গ্লেন্টন স্টুয়ারম্যানদের নিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বোলিং আক্রমণ সাজায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যাওয়া সফরকারীদের লড়াইয়ে ফেরাতে পারেননি বোলাররা। নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৪৮২ রান। ম্যাচটি পরে ইনিংস ও ২৭৬ রানে হারে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো পায় ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ। এমন হতশ্রী পারফরম্যান্সের পর সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য দ্বিতীয় টেস্টের একাদশে বড় পরিবর্তন আসতে পারে বলে জানান এলগার। তবে কারো নাম প্রকাশ করেননি তিনি।