নিজস্ব প্রতিবেদক : ২০১৪ ও ১৮ এর মতো এবারও প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এমন পরিস্থিতি হলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে জোটের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবন এলাকায় সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেয় জোটটি। বিক্ষোভ মিছিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট হবে না। ইসির কাজ দেখে মনে হয় তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনটি পরামর্শ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারের উচিত পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসা। আর নির্বাচন কমিশনের উচিত, সারাদেশের মানুষ যা চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেই কথা সরকারকে বলা। না হলে আমরা পদত্যাগ করবো। বিক্ষোভ সমাবেশ শেষ করে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে তারা ১০ মিনিটের মতো অবস্থান করেন। সেখানে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ বলেন, প্রহসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে এবং এর বিরুদ্ধে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে। সভা পরিচালনাকালে সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেল বলেন, আরেকটি প্রহনের নির্বাচন মঞ্চস্থ করার চেষ্টা হচ্ছে। জনগণ এটি প্রতিহত করবে। বিক্ষোভ সমাবেশ শেষে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক সাংবাদিকদের বলেন, এটি একটি অতিগুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকায় অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। তাই পূর্ব অনুমোতি না নিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করতে পারেন না। আমরা বিষয়টি জানতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিষয়টি জেনেছি। তারপর তাদের অনুরোধ করে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়েছি।


























