নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ প্রথম অধিবেশনের বসার দিন এক ঘণ্টা আগে কালো পতাকা দেখাতে মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। এর মধ্যে ঢাকায় বিএনপি জড়ো হবে সাতটি জায়গায়। ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মী-সমর্থকরা এই কর্মসূচি একযোগ পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, নিউ মার্কেট, মিরপুর ১২ নং বাস স্ট্যান্ড, উত্তরা ১২ নং এবং বাড্ডা লিংক রোড়ের সামনে থেকে বেলা ২টায় বিএনপি এই মিছিল হবে। দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যরাও এতে অংশ নেবেন। একই দিন বিকাল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এই নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনাসহ নানা দাবিতে গত শুক্র ও শনিবার কালোপতাকা মিছিল করেছে বিএনপি। শনিবারের কর্মসূচিতে দিন সংসদ অধিবেশনে বসার দিন ফের একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ছোট ছোট দলগুলোও বিএনপির সঙ্গে মিল রেখেই একই কর্মসূচি দিয়েছে। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এবি পার্টিও আলাদা আলাদাভাবে মিছিল করবে। কোনো দল জমায়েত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কোনোটি বিজয়নগর পানির ট্যাংকের সামন থেকে সমাবেশ করে মিছিল বের করবে।
কর্মসূচি দিল জামায়াতও: গত বছরের ২৮ অক্টোবর থেকে রাজপথের বিরোধী দল বিএনপির সঙ্গে মিল রেখে একইদিনে কর্মসূচি ঘোষণা করে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই ধারাবাহিকতায় ফের একবার বিএনপির সঙ্গে মিল রেখে কর্মসূচি দিল আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া দলটি।
নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়েছে। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। সরকারের ট্রাক সেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও চাহিদামতো দ্রব্যসামগ্রী পাওয়া যাচ্ছে না।’
‘অপরদিকে গ্যাস ও বিদ্যুতের চরম সংকটে দেশের নাগরিক ও শিল্প-কারখানা বিপাকে পড়েছে। গৃহিণীরা ঠিকমতো রান্না করতে পারছেন না। গার্মেন্টসহ কল-কারখানার উৎপাদন কমে যাওয়ায় যথাসময়ে শিপমেন্ট করা যাচ্ছে না। ফলে রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
মাওলানা এটিএম মাছুম আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার মুখে পড়েছে। সরকারের ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং কোথাও স্বীকৃতি পাচ্ছে না।’
‘দেশে বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক, কূটনৈতিক মহাসংকট চলছে। তামাশার ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।’ ‘তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অবিলম্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আমি দেশের সব জেলা সদরে মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি জামায়াতের সব জেলা সংগঠন এবং জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গত শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করে রাজপথে আন্দোলনরত দলটি।
দ্বাদশ সংসদকে ‘কালো পতাকা’ দেখাতে ঢাকায় বিএনপি জড়ো হবে ৭ এলাকায়
জনপ্রিয় সংবাদ